নিউইয়র্ক, ০১ এপ্রিল : সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় অভিযোগ গঠনের পর আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার নিউইয়র্কের লোয়ার ম্যানহাটান এলাকার অপরাধ আদালতে এই মামলার শুনানি হবে। ওইদিনই আত্মসমর্পণ করতে পারেন ট্রাম্প। তাঁর আইনজীবী জো ট্যাকোপিনা শুক্রবার টেলিভিশনে দেওয়া সক্ষাৎকারে একথা জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার আমেরিকার ম্যানহ্যাটানের গ্র্যান্ড জুরি আদালতে তাঁকে অভিযুক্ত করা হয়।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে তাঁর পক্ষ থেকে মোটা অংকের ঘুষ দেওয়া হয়েছিল। স্টর্মি ড্যানিয়েলসের দাবি, ২০০৬ সালের গ্রীষ্মে ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। ওই বছর নভেম্বরের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু হয়। তার আগেই ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন তাঁকে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ব্যাপারে ‘মুখবন্ধ রাখতে’ ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন।
২০১৮ সালে এই অর্থ লেনদেনের বিষয়টি প্রকাশ্যে আসে। সে সময় ট্রাম্পের সঙ্গে করা ‘গোপন চুক্তি’ বাতিল করতে আদালতে আবেদন জানান ড্যানিয়েলস; আর তার জেরেই নির্বাচনী প্রচার তহবিল আইনের সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগে মামলা হয় ট্রাম্পের বিরুদ্ধে। মার্কিন ইতিহাসে তিনিই প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট, যাকে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan