আমেরিকা , শুক্রবার, ২৩ মে ২০২৫ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ককে পদত্যাগের ইঙ্গিত দিলেন প্রধান উপদেষ্টা প্রশাসনিক ছুটিতে হ্যামট্রাম্যাক পুলিশের শীর্ষ দুই কর্মকর্তা, চলছে তদন্ত ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত রাস্তা ছাড়বেন না : ইশরাক ইভি বাজারে ‘নিখুঁত ঝড়’, কিন্তু জিএম দেখছে সম্ভাবনা ইশরাকের শপথের পথে শেষ বাঁধা উতরে গেলো ওয়াশিংটন ডিসিতে গুলি, নিহত ইজরায়েল দূতাবাসের ২ কর্মী লিভোনিয়ার রাস্তায় রাসায়নিক, এক বছর নজরদারি চলবে নেসেলকে হত্যার হুমকির ঘটনায় নিউ ইয়র্কের বাসিন্দার দোষ স্বীকার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান সেনাপ্রধান বিরল ঘড়ি ও পুরাতন সাইন চুরি : সাবেক গভর্নরের শীর্ষ কর্মকর্তা ‘সিসিটিভি’র ফাঁদে ডেট্রয়েটে একই এলাকায় গুলি ও দুর্ঘটনা, জোরালো তদন্তে পুলিশ চা-কে কেন্দ্র করে চীন-বাংলাদেশ  বাণিজ্যে নতুন সম্ভাবনা বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো স্টারলিংক স্বামীকে পুড়িয়ে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন ওয়েইন কাউন্টির শহরগুলোতে আরএক্স কিডস প্রোগ্রাম সম্প্রসারণ, ডেট্রয়েট বাদ ডেট্রয়েটসহ যুক্তরাষ্ট্রের ২৮টি বড় শহর ধীরে ধীরে ডুবে যাচ্ছে লিভোনিয়া-ফার্মিংটন হিলস সীমান্তে বিপজ্জনক রাসায়নিক লিক ক্রীড়াকে উৎসাহ দিতে শিক্ষায় সংস্কারের ডাক তারেক রহমানের আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের কল্যাণে নিবেদিত আমার রাজনীতি বসন্ত উদ্যানের স্বপ্ন নিয়ে ইস্টার্ন মার্কেটে উৎসবমুখর ভিড়

প্রিয়লাল কর্মকারের ডক্টরেট ডিগ্রি লাভ

  • আপলোড সময় : ১৪-১২-২০২৩ ০২:৪১:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৩ ০২:৪১:৪৯ পূর্বাহ্ন
প্রিয়লাল কর্মকারের ডক্টরেট ডিগ্রি লাভ
ওয়াশিংটন, ১৪ ডিসেম্বর : ডিএমভি কমিউনিটির প্রিয় মুখ প্রিয়লাল কর্মকার সম্প্রতি  ইউনিভার্সিটি অফ ফিনিক্স থেকে ডক্টর অফ ম্যানেজমেন্ট (ডিএম),অর্গানাইজেশনাল লিডারশিপ, স্পেশালাইজড ইনফরমেশন সিস্টেম টেকনোলজি ডিগ্রী লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল ম্যানেজমেন্ট ও গ্রুপ সাপোর্ট সিস্টেমের তাৎপর্যের  উপর একটি কোয়ালিটেটিভ ডিস্ক্রিপটিভ কেস স্টাডি।
দীর্ঘ ১৪ বছর সাধনার পর তিনি বিশ্ববিদ্যালয়ের তিনজন গবেষণা ও গবেষণামূলক কমিটির সদস্য ড. ডোনোভান (চেয়ার), ড. রাইট (ইউনিভার্সিটি রিসার্চ মেথডলজিস্ট) এবং ড. গর্ডন (প্যানেল ভ্যালিডেটর) তত্বাবধানে এই ডিগ্রি অর্জন করেন।
গত সপ্তাহে প্রায় এক ঘন্টা স্থায়ী ওরাল ডিফেন্স প্রেজেন্টেশন হওয়ার পর কমিটির উক্ত তিন সদস্যের সমালোচনামূলক প্রশ্নের জবাব দেন প্রিয়লাল কর্মকার। তারপরে রিসার্চ কমিটি একটি সংক্ষিপ্ত বিরতি নেন। এই বিরতির সময়, কমিটির সদস্যরা আলোচনা করেন, গবেষণামূলক এবং মৌখিক প্রতিরক্ষা স্কোর করেন এবং সবাই সেশনে পুনরায় যোগদানের পর, কমিটির চেয়ারম্যান ড. ডোনোভান ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, "সকল কমিটির সদস্য এবং আমি উপসংহারে পৌঁছেছি যে "প্রিয়" তার ডিগ্রী প্রোগ্রাম এবং গবেষণার কাজ জুড়ে একটি চমৎকার এবং অসামান্য কাজ করেছেন। গত কয়েক বছর ধরে তার সাথে আমার ঘনিষ্ঠভাবে কাজ করার পর, তিনি তার সফল মৌখিক উপস্থাপনা এবং আমাদের প্রত্যাশা ছাড়িয়ে গেছেন। এবং আমাদের সকল প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়েছেন।" তিনি তখনই অভিনন্দন জানিয়ে উপস্থিত সকলের সামনে হাস্যোজ্জ্বল হয়ে ও খুব খুশি মনে ঘোষণা দিলেন, "কংগ্রেচুলেশন ড. কর্মকার!"
উল্লেখ্য ড. প্রিয়লাল কর্মকার বর্তমানে পেন্টাগনের প্রতিরক্ষা সচিবের সহকারীর প্ল্যান এন্ড পলিসি ডেভেলপমেন্টে একজন প্রোগ্রাম ম্যানেজার হিসাবে কর্মরত আছেন। এছাড়াও তিনি ইউএস মেরিন ভেটারেন (ইউ এস মেরিনের একটিভ সদস্য ছিলেন), পেন্টাগনের বর্তমান অবস্থানের পাশাপাশি, গত ২৩ বছর ধরে উনি  ইউএস ফেডারেল গভমেন্টের বিভিন্ন সেক্টর যেমন,  ডিফেন্স হেলথ এজেন্সি, নেভি এবং মেরিন কোর এর বিভিন্ন কমান্ড সহ অন্যান্য ফেডারেল সংস্থাগুলির জন্যও কাজ করেছেন।
তিনি  জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। উপরন্তু, PMI থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (PMP) সার্টিফিকেশন এবং অরাকল থেকে (OCP) অরাকল সার্টিফাইড প্রফেশনাল সার্টিফিকেশন অর্জন করেছেন।
তিনি  জাতীয় প্রতিরক্ষা পদক, প্রতিরক্ষা মেধাবী মাস্ট, নেভি ইউনিটের প্রশংসা, নেভি কলেজ থেকে প্রশংসার সনদ, আর্লিংটন কাউন্টি বোর্ড থেকে প্রশংসা এবং স্বীকৃতি, প্রতিরক্ষা স্বাস্থ্য সংস্থা থেকে বিশেষ স্বীকৃতি এবং প্রশংসা পুরুস্কার পেয়েছেন । এছাড়াও যথারীতি অর্জন করেছেন ৫, ১০, ১৫ ও ২০ বছরের ইউ এস গভমেন্টের ফেডারেল লেংথ অফ সার্ভিস অ্যাওয়ার্ড।
তিনি একজন সক্রিয় কমিউনিটি এক্টিভিস্ট। বর্তমানে ওয়াশিংটনস্থ অলাভজনক সংস্থা প্রিয় বাংলা এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-বাংলা স্কুলের প্রাক্তন সভাপতি, বর্তমান ফোবানা কার্যনির্বাহী কমিটি এর কোষাধ্যক্ষ।
ডঃ প্রিয়লালের এ সাফল্যে তাকে অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজীর চ্যান্সেলার ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ, বাংলাদেশী এমেরিকান আইটি প্রফেশনাল অর্গানাইজেশন(বাইটপো) সভাপতি কথাসাহিত্যিক সামছুদ্দীন মাহমুদ, কবি মিজানুর রহমান প্রমুখ। 

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত রাস্তা ছাড়বেন না : ইশরাক

ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত রাস্তা ছাড়বেন না : ইশরাক