হবিগঞ্জ, ১৫ ডিসেম্বর : হবিগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন আক্তার হোসেন। গতকাল বৃহষ্পতিবার রাতে বিদায়ী পুলিশ সুপার এস এম মুরাদ আলি এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের মাধ্যমে ইসিতে এই প্রস্তাব করা হয়েছিল। গত সোমবার তাতে অনুমোদন দিয়েছে ইসি। এদিকে, হবিগঞ্জের সাবেক এসপি এসএম মুরাদ আলীকে ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয় বলে জানা গেছে।
নবাগত পুলিশ সুপারের দায়িত্বগ্রহণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী সহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ।
আক্তার হোসেন ২৫তম বিসিএস’র কর্মকর্তা ও নারায়নগঞ্জ জেলার বাসিন্দা। তিনি ঢাকার ট্রাফিক ওয়ারী বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan