হ্যামট্রাম্যাক, ২৫ ডিসেম্বর : মহান বিজয় দিবস উপলক্ষে মিশিগান স্টেট আওয়ামীলীগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার শহরের রাধুনী রেষ্টুরেন্টে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ ছালাম (সেলিম) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আহমদ মুসা ও দেলওয়ার আনসারী পাভেলের যৌথ সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি একটিভিস্ট মো: মাহতাবুর রহমার টিপুর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন কন্ঠশিল্পী জিল্লুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মোলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসান আহমেদ তারেক। বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদ হোসেন চৌধুরী ইমু, যুবনেতা মুর্শেদ চৌধুরী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজান মিয়া জসিম, আইন বিষয়ক সম্পাদক মো: আজিজুর রহমান, সহ সভাপতি মাহবুব রাব্বি খান, উপদেষ্টা অপরেশ বড়ুয়া, কাউন্সিলম্যান জাবেদ মুনির প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কেও সুস্পষ্ট ধারণা দিতে হবে। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের চলমান উন্নয়নের কর্মযজ্ঞ সমর্থনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশকে রক্ষা করতে হলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। সভাশেষে নৈশ ভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan