নিউজার্সি, ২৬ ডিসেম্বর : জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো নিউ জার্সি প্রবাসী প্রকৌশলী সোহাব ও খাদিজার বিবাহত্তোর সম্বর্ধনা অনুষ্ঠান। গত ২৪ ডিসেম্বর, রবিবার নর্থ জার্সির একটি ভেনুতে অনুষ্ঠিত বিবাহত্তোর সম্বর্ধনা অনুষ্ঠানে উভয় পরিবারের আত্মীয় পরিজন, বন্ধু-বান্ধব, সুহৃদ ছাড়াও বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, শামীম চৌধুরী, মোঃ শাহরিয়ার, মনিরুজামান মনির, বেলাল হোসেন, আব্দুর রহিম, বেলাল উদ্দীন, নূর মোহাম্মদ, মোঃ দিদার, শিপন সাখাওয়াত, মোঃ আমিন, আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। তাদের সবার অংশগ্রহনে বিবাহত্তোর সম্বর্ধনা অনুষ্ঠানটি কমিউনিটির মিলনমেলায় পরিণত হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan