হ্যামট্রাম্যাক, ২৬ ডিসেম্বর : হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগানের আওতাধীন হবিগঞ্জ সদর উপজেলা কমিটির এক সভা গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
শহরের আলাদিন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফরিদ উদ্দিন আহমদ। মাহফুজুর রহমান শাহীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মো: লুৎফুর রহমান সেলু, মো: আলাউদ্দিন, মঈন উদ্দিন চৌধুরী সাম্মু, শাহ কাইয়ুম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিন্ময় আচার্য্য, সুরঞ্জিত চন্দ্র শীল, সুফি আহমদ, নুরউদ্দিন, নাজমুল হক, সাইফুর রহমান, মুজাহিদুল ইসলাম সোহেল, মহিবুর ইসলাম সুমন, আব্দুল্লা আল মামুন, মো: লুৎফুর রহমান এবং ফয়সল। সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ আলী রেজাকে সদর উপজেলার উপদেষ্টা মনোনীত করা হয়েছে। সভায় হবিগঞ্জ সদর উপজেলা কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় আগামী ৩১ ডিসেম্বর পরবর্তী সভা আহ্বান করা হয়েছে। এদিন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan