ঢাকা, ১ জানুয়ারী : নতুনধারা বাংলাদেশ এনডিবির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সন্ধ্যায় সপ্তম দিনের কর্মসূচিতে বিজয় মিলনায়তনে কেক কেটে আনুষ্ঠানিকভাবে দিনটি উদযাপন করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভাপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, আফতাব মন্ডল প্রমুখ।
এসময় মোমিন মেহেদী বলেন, যারা নির্বাচন-হরতাল আর অবরোধের রাজনীতির নামে মানুষকে কষ্টে ফেলছে, ছাত্র-যুব-জনতা তাদেরকে চিহ্নিত করে রাখছে। আগামীদিনগুলোতে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতির সাথে জড়িত সকল লোভের রাজনীতিকদেরকে না বলে প্রকৃত দেশপ্রেমিক, নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে ক্ষমতায় আনতে তৈরি হচ্ছে। এসময় তিনি আরো বলেন, জামায়াত-শিবিরের গায়ে এত গন্ধ, তাহলে নিষিদ্ধ করছেন না কেন? মাননীয় প্রধানমন্ত্রী আপনি জাতির পিতার কন্যা, দয়া করে জামায়াত-শিবিরকে পুষে রাখবেন না, এরাই কিন্তু জাতির পিতার হত্যার নেপথ্যে ছিলো। ভুলে গেলে চলবে না, বাংলাদেশে বিজয়ের ৫২ বছর পর এসে অর্থনৈতিক মুক্তির অন্যতম অন্তরায় কিন্তু মন্ত্রী-সচিব-আমলা আর আওয়ামী-বিএনপি-জাতীয় পার্টিসহ বিভিন্ন স্তরের দুর্নীতিবাজ, জামায়াত এবং যুদ্ধাপরাধীচক্র। এদেরকে চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নিন। তা না হলে চরম খেসারত দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের পাশাপাশি সাধারণ মানুষদেরকেও।
উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan