আমেরিকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৩ সালে মিশিগানে ইভি দ্রুত চার্জিং অবকাঠামো ৫২% বৃদ্ধি পেয়েছে মিল্টন সমাদ্দার গ্রেপ্তার : মুখোশের আড়ালে যত অভিযোগ ভুল পথে গাড়ি চালানোর জন্য উইক্সমের এক ব্যক্তি গ্রেপ্তার ইউনির্ভাসিটি অব মিশিগানের পার্কিং  কাঠামোতে যৌন নির্যাতন নর্থ ক্যারোলিনায় পরোয়ানা তামিল করতে গিয়ে ৪ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫ আদালতের তারিখ এড়িয়ে পার্কে লুকিয়ে থাকা সন্দেহভাজন পুলিশের গুলিতে আহত লিভোনিয়ায় স্কুলে বন্দুক নিয়ে ছাত্র : ক্লাসরুমে তালাবদ্ধ শিক্ষার্থীরা নিখোঁজ ইন্ডিপেন্ডেন্স টাউনশিপ নারীর মৃতদেহ উদ্ধার ডেট্রয়েটে হাসপাতাল কর্মীকে লক্ষ্য করে গুলি খেলার সময় হৃদরোগে মৃত্যু ঠেকাতে দুটি বিলে স্বাক্ষর করলেন হুইটমার একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. প্রণব কুমার বড়ুয়া আর নেই রোবটিক্স ভ্রমণে গিয়ে লেক ওরিয়ন হাই স্কুলের ছাত্রের আত্মহত্যা ফ্লোরিডার বাসিন্দার সাড়ে ৬ বছরের কারাদন্ড আগামী সপ্তাহে মিশিগানে সমাবেশ করবেন ট্রাম্প ওয়ারেন হাই স্কুলে মারামারি, পুলিশ অফিসারকে লাঞ্ছিত : ৩ কিশোর অভিযুক্ত স্টার্লিং হাইটসের ফুডড্রাকার্সে বিশৃঙ্খল আচরণ, সশস্ত্র ব্যক্তি আটক  মিশিগানে বিলবোর্ডে বর্ণবাদী ও ইহুদিবিদ্বেষী বার্তা দক্ষিণ-পূর্ব মিশিগানে হিমশীতল সতর্কতা জারি আজ মিশিগানের দুটি উচ্চ বিদ্যালয় দেশ সেরা ওয়ারেনে রোগীকে যৌন নিপীড়ন : চিরোপ্রাক্টরের বিরুদ্ধে মামলা

সুপ্রভাত মিশিগানের সাথে আমার ভালোবাসার সম্পর্ক : ড. দেবাশীষ মৃধা

  • আপলোড সময় : ০১-০১-২০২৪ ০৫:১৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৪ ০২:০৪:৩২ পূর্বাহ্ন
সুপ্রভাত মিশিগানের সাথে আমার ভালোবাসার সম্পর্ক : ড. দেবাশীষ মৃধা
ওয়ারেন, ১ জানুয়ারী : মিশিগান থেকে একটি শিশু-কিশোর পত্রিকা প্রকাশের ইচ্ছা পোষণ করেছেন প্রখ্যাত দার্শনিক ও চিকিৎসক ড. দেবাশীষ মৃধা। তিনি বলেন, এই দেশে বেড়ে উঠা শিশুদের খবরগুলো শিশুরা নিজেরাই লিখবে। শিশু-কিশোর সাহিত্য পত্রিকা প্রকাশে সবরকম ব্যয়ভার বহনের ঘোষণাও দেন তিনি। গতকাল রোববার রাতে মেডিসন হাইটস সিটির ২৩৫৭ ওয়েস্ট ফোরটিন মাইল রোডস্থ মৃধা নিউ ইভেন্ট সেন্টার আয়োজিত অন লাইন নিউজ পোর্টাল সুপ্রভাত মিশিগানের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।
ড.দেবাশীষ মৃধা আরও বলেন, সুপ্রভাত মিশিগানের সাথে রয়েছে আমার রয়েছে অপরিসীম ভালো লাগা ও ভালোবাসার সম্পর্ক। আমার সংবাদপত্র পাঠের আনন্দের সবটুকু অংশজুড়ে রয়েছে এই পত্রিকাটি। প্রতিদিনই সুপ্রভাত মিশিগানে চোখ বুলিয়ে জেনে নেই কমিউনিটির খবরাখবর। নিরপেক্ষ থেকে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করে চলছে সুপ্রভাত মিশিগান। এদেশের মূলধারার সংবাদ প্রকাশসহ বাংলাদেশি, সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক সংবাদ প্রচারে দৃঢ় ভূমিকা পালন করে চলেছে। এছাড়া ভালোমানের সংবাদিকদের নিয়ে গড়ে ‍উঠেছে সুপ্রভাত পরিবার।

সুপ্রভাত মিশিগানের সম্পাদক মন্ডলীর সভাপতি চিনু মৃধার সভাপতিত্বে এবং বাংলা প্রেসক্লাব মিশিগান ইউএসের সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুপ্রভাত মিশিগানের সম্পাদক ও প্রকাশক চিন্ময় আচার্য্য, বাংলা প্রেসক্লাব মিশিগান ইউএসের  সাধারণ সম্পাদক কামরুজ্জামান হেলাল, শিব মন্দির টেম্পল অব জয়ের  প্রধান প্রিস্ট পুর্নেন্দু চক্রবর্তী অপু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরভ চৌধুরী, বাংলা প্রেসক্লাব মিশিগান ইউএসের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, সুপ্রভাত মিশিগানের বার্তা সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সহযোগি সম্পাদক আশিকুর রহমান, ফিচার এডিটর সৈয়দ আসাদুজ্জামান সুহান প্রমূখ।
সবশেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানে প্রধান অতিথি ড. দেবাশীষ মৃধা সহ অতিথিরা। এতে স্থানীয় প্রিন্ট ও ই‌লেকট্রনিক্স মি‌ডিয়ার সাংবাদিকগণ উপ‌স্থিত ছি‌লেন। অনুষ্ঠানে সুপ্রভাত মিশিগানকে নিয়ে স্বরচিত একটি গান পরিবেশন করেন সুলায়মান আল মাহমুদ।

চিনু মৃধা বলেন, স্থানীয় অনেক সুন্দর সুন্দর সংবাদ বাংলায় অনুবাদ করে পাঠকের মন কেড়ে নিয়েছে সুপ্রভাত মিশিগান। এ কারণে নিউজ পোর্টালটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন ।
সৈয়দ শাহেদুল হক বলেন, সুপ্রভাত মিশিগান হাটি হাটি-পা পা করে ৫ বছর পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। এটি অনেক আশার কথা। সুপ্রভাত মিশিগান আরও এগিয়ে যাক এই কামনা করি। 
বাংলা প্রেসক্লাব মিশিগান ইউএসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান হেলাল বলেন, মিশিগানের জনপ্রিয় দৈনিক সংবাদপত্র ডেট্রয়ট নিউজের প্রতি মুহুর্তের স্থানীয় সংবাদগুলো বাংলায় অনুবাদ করে ইতোমধ্যে অনলাইন জগতে সাড়া ফেলেছে সুপ্রভাত মিশিগান। কেননা এখানকার বাংলা ভাষাভাষীদের অনেকেই হয়তো ইংরেজি জানেন না, তারা মিশিগানের এই খবর গুলো বাংলায় পড়তে পারছেন। তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে বাংলা ভাষাভাষী পাঠকরা উপকৃত হবেন ।

প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু বলেন, প্রবাসী সাংবাদিক চিন্ময় আচর্য্য এর সম্পাদনায় প্রকাশিত অন লাইন নিউজ পোর্টালটি মিশিগানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রবাসে এসেও পত্রিকাটির সম্পাদক ছাড়তে পারেননি সাংবাদিকতার নেশা।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরভ চৌধুরী বলেন, সুপ্রভাত মিশিগান পঞ্চম বছর পার করে ষষ্ঠ বছরে  পদার্পণ  করেছে। পত্রিকাটি প্রবাসীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আমার বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটি যাত্রা শুরু করেছিল ২০১৮ সালের ৩১ ডিসেম্বর। 

সম্পাদক চিন্ময় আচার্য্য বলেন, সাংবাদিকতা একটি মহৎ সম্মান জনক ও জনসেবামূলক পেশা।  আবার সাংবাদিকতা খুবই চ্যালেন্জিং এবং বিপদ জনকও। এরপরও আমি কলেজ জীবনের শুরুতেই সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেই। পরবর্তীতে এই পেশাকেই আমি আমার জীবিকা হিসেবে গ্রহণ করি।  এ পেশায় সত্য প্রকাশে সব সময় ছিলাম অনড়। আমি আমার লেখনিতে আমার  স্বজন ও বন্ধু বান্ধব কাউকেই ছাড় দেইনি। সাংবাদিকতা জীবনে স্থানীয় প্রশাসনের সাথে আমার সম্পর্ক ছিল চমৎকার। আবার সত্য সংবাদ লিখতে গিয়ে প্রশাসনের রোষনলেও পড়েছি অনেকবার। সাহসী সাংবাদিকতা করতে গিয়ে আমি রাতের পর রাত বাসায়  থাকতে পারিনি। বহুবার পেয়েছি জীবন নাশের হুমকি। কিন্তু হার মানিনি। প্রবাসে এসেও এই পেশাটিকে ছাড়তে পারিনি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫