সিলেট, ২ জানুয়ারী : ইংরেজি নববর্ষ ২০২৪ নতুন বর্ষ উপলক্ষে জালালাবাদ লিভার ট্রাস্ট পৃষ্ঠপোষকতায় বহুল প্রচারিত জাতীয় দৈনিক ইনফো বাংলা ও সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর উদ্যোগে ২ জানুয়ারি (মঙ্গলবার) দুপুর ২ ঘটিকায় সিলেটের দক্ষিণ সুরমাস্থ স্বপ্নের বিদ্যানিকেতন প্রাঙ্গনে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কিছু অসহায় শীতার্তদের মাঝে "শীতকালীন উপহার বিতরণ" করা হয়।
উক্ত মানবিক কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা ও স্বপ্নের বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আহমদ'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি টি লিমিটেড, সিলেটের বিভাগীয় প্রধান মোহাম্মদ আনিছুজ্জামান পাটোয়ারী, অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন দৈনক ইনফো বাংলা- সিলেটের ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর মাহমুদুল হাসান নাঈম,আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার আহমদ,সহ-সভাপতি উজ্জল, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শুভ দাস,সদস্য আব্দুল কাইয়ুম সাগর, সদস্য ছালিম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি দেশের সকল বিত্তশালীদের এইজাতীয় মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে শীতার্ত গরীব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জালালাবাদ লিভার ট্রাস্টের এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan