
ধর্মসভায় সম্মিলিত কন্ঠে ধ্বনিত-প্রতিধ্বনিত হতে থাকে ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’, আর তা অপূর্ব এক সুর মূর্ছনার সৃষ্টি করে। ধর্মসভায় উপস্থিত ছিলেন শিবা দাশ, সুমন মজুমদার, শ্যামল চক্রবর্তী, দীপংকর মিত্র, আন্না মিত্র, বিপ্লব তালুকদার, তৃপ্তি সরকার, সজল দাশ, মিনু নন্দী, সজল চক্রবর্তী, ইন্দিরা চৌধুরী,গংগা সাহা সহ আরও অনেকে।

ধর্মসভায় অংশগ্রহনকারী ভক্তবৃন্দের সম্মিলিত কোরাসে হরিনাম সংকীর্তনের সুললিত সুর, ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’ এ অদ্ভুত এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়ে সবার মনপ্রাণ। ধর্মসভা শেষে কৃষ্ণভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।