আটলান্টিক সিটি, ৫ জানুয়ারী : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ পুনর্গঠনকল্পে এক সভা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটির ১৩০০ আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত বোর্ড অব এডুকেশন এর সভা কক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সদস্য সচিব এনজি ব্রাউন। পর্ষদ সভায় পর্ষদ সদস্য শে স্টিল, প্যাট্রিসিয়া বেইলি, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, ওয়ালটার জনসন, টরেস মেফিল্ড, হলিশা ব্রিজারস, কাশওয়ান ম্যাকিনলে ও মোঃ এ সিদ্দীক উপস্থিত ছিলেন।
সভায় গত নভেম্বর মাসে অনুষ্ঠিত আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে বিজয়ী তিনজন সদস্য শপথ নেন। আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের সলিসিটর মিসেস ট্রেসি রিলি তাদেরকে শপথ বাক্য পাঠ করান, পরে তারা পর্ষদ সভায় যোগ দেন। পর্ষদ সভায় পর্ষদ সদস্যরা চলতি বছরের জন্য শে স্টিলকে পর্ষদ সভাপতি ও ওয়ালটার জনসনকে সহ সভাপতি নির্বাচিত করেন।
পর্ষদ সভায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন এর সুপারিনটেন্ডেন্ট ড: মিসেস লা কোয়েটা স্মল সহ অন্যান্য কর্মকর্তাগন ও বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan