আমেরিকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক সুপিরিয়রে ক্যানো দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হবিগঞ্জের বধূ জাকিয়া জাহান এখন যুক্তরাষ্ট্রের মহামারি বিশেষজ্ঞ লেনাউই কাউন্টিতে লনমাওয়ার দুর্ঘটনায় ১ বছরের শিশুর প্রাণ গেল লিভিংস্টনে নির্মাণস্থলে দুর্ঘটনায় নিহত ২৩ বছর বয়সী শ্রমিক সাগিনাউ ব্যাংকে জাল চেক ঘিরে জিম্মি পরিস্থিতি, পুলিশের গুলিতে মৃত্যু মিশিগানে ড্রাগের অন্ধকার জগতে কারফেন্টানিল নামক নীরব ঘাতক পশ্চিম মিশিগানে ছোট বিমান দুর্ঘটনায় ১ জন নিহত পূর্ব ডেট্রয়েটের শিল্প কারখানায় আগুন : নিয়ন্ত্রণে এনেছে দমকল বিভাগ ডেট্রয়েটে বন্দুক সহিংসতা অব্যাহত : কিশোর নিহত, বোন গুরুতর আহত মেট্রো ডেট্রয়েটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আজ পন্টিয়াকে শিশু নির্যাতনের ভয়াবহ ঘটনা : পিতা কারাগারে পন্টিয়াকে গাড়ি চুরির অভিযোগে ১২ বছর বয়সী এক কিশোর গ্রেপ্তার ডেট্রয়েটে ইন্টারস্টেট ৯৪-এ  দুটি গাড়ির  সংঘর্ষে যুবক নিহত একই রশিতে হাত, হ্যামট্রাম্যাক রথে মানুষের মেলবন্ধন মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলী রাজধানী থেকে গ্রেফতার ডেট্রয়েটের আকাশ থেকে ডলারের বৃষ্টি ডেট্রয়েটে গুলির ঘটনায় ৪ বছর বয়সী শিশুসহ দুইজন নিহত মেট্রো ডেট্রয়েটে জনসংখ্যা বৃদ্ধিতে এশিয়ান-হিস্পানিক প্রভাব ডেট্রয়েটের কিছু এলাকায় বিবর্ণ জল, সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে মামলা

বিএনপি ভোটারদের অপমান করেছে : আওয়ামী লীগ

  • আপলোড সময় : ০৭-০১-২০২৪ ০৪:৩৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৪ ০৪:৩৯:৪৭ পূর্বাহ্ন
বিএনপি ভোটারদের অপমান করেছে : আওয়ামী লীগ
ঢাকা, ৭ জানুয়ারি (ঢাকা পোস্ট) : চলমান দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি ভোটারদের অপমান করেছে বলে মন্তব্য করে দলটির প্রতি নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ। ‘কুকুর বিড়াল’-এর সঙ্গে তুলনা করে ভোটারদের অপমান করা হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকার তেজগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ নিন্দা জানান।
এর আগে এদিন সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ‘ভোটকেন্দ্রে কুকুর বিড়াল ছাড়া কেউ নেই’ বলে মন্তব্য করেন। পরে এই শিরোনামে সংবাদ প্রকাশ হয়।     
তার এমন বক্তব্যের নিন্দা জানিয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলেন, বিভিন্ন গণমাধ্যমে আমরা ভোটারদের ছবি দেখেছি—দীর্ঘ লাইন, ১২০ বছরের বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে সন্তান ভোটকেন্দ্রে গেছেন। এমন যখন দৃশ্য তখন তার (মঈন খান) এই ধরনের বক্তব্য বাংলাদেশে ভোটারদের অপমান করা, বাংলাদেশের জনগণকে অপমান করা। তিনি প্রকারান্তরে বাংলাদেশের ভোটারদেরকে ‘কুকুর বিড়াল’-এর সঙ্গে তুলনা করেছেন। তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ, তার এই অবান্তর ও লজ্জাহীন মন্তব্যের জন্য ভোটারদের কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার। 
বিপ্লব বড়ুয়া বলেন, এ ধরনের বক্তব্য প্রমাণ করে বিএনপি নির্বাচনকে কিভাবে দেখে, গণতন্ত্রকে কিভাবে দেখে, সংবিধানকে কিভাবে দেখে। তারা বরাবরই সংবিধান, নির্বাচনকে অবজ্ঞা করে অবৈধভাবে ক্ষমতা দখল করার স্বপ্ন দেখে। তাই তারা বাংলাদেশের ভোটারদের ‘কুকুর বিড়াল’-এর সঙ্গে তুলনা করার দুঃসাহস দেখিয়েছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাকে বিদেশি এক সাংবাদিক টেলিফোনে জানালো—বাংলাদেশে ইউকের (যুক্তরাজ্য) মত নির্বাচন হয়েছে। স্বচ্ছ, অবাধ ও মুক্ত পরিবেশে নির্বাচন হচ্ছে। সবচেয়ে বড় কথা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে। উল্লেখ করার মতো তেমন কোনো সহিংস ঘটনা কোথাও ঘটেনি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমাদের ৪২ হাজার ভোটকেন্দ্র রয়েছে, যেখানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, নির্বাচন কমিশন হস্তক্ষেপ করেছে, ভোটকেন্দ্রে ভোট বাতিল করেছে এবং স্থগিত করেছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে রাষ্ট্রের নির্বাহী বিভাগকে নিয়ে নির্বাচন পরিচালনা করে যাচ্ছে। ভোটারদের উপস্থিতি বেড়েছে। সকালে ভোটারদের উপস্থিতি একটু ধীরগতি ছিলো, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের দীর্ঘ লাইন হয়েছে।
তিনি আরও বলেন, সহিংস ঘটনা ঘটিয়ে বিএনপি-জামায়াত ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করে, নির্বাচন থেকে ভোটারদের দূরে রাখার যে ষড়যন্ত্র করছিল সেটি ব্যর্থ হয়েছে। এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে সাধারণ ভোটার ভোটকেন্দ্রে এসেছেন, ভোট দিয়েছেন। কিন্তু বিএনপি জামাতের অপপ্রচার এখনো থেমে নেই।  বিএনপির রিজভী সাহেব আজগুবি কথা বলছেন। অথচ নির্বাচনে প্রায় তিনশ বিদেশি পর্যবেক্ষক রয়েছেন। তারা এ নির্বাচনকে সন্তুষ্টজনক মনে করছেন বলে আমাদের জানিয়েছেন। কোনো কোনো পর্যবেক্ষক বলেছেন, এই নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাহিত্য ও মুক্তিযোদ্ধাদের সম্মিলনে সাউথ ফ্লোরিডার বই মেলা

সাহিত্য ও মুক্তিযোদ্ধাদের সম্মিলনে সাউথ ফ্লোরিডার বই মেলা