হ্যামট্রাম্যাক, ০৪ এপ্রিল : আমেরিকার মিশিগানে বসবাসরত দক্ষিণ সুরমাবাসীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের একটি হলরুমে সিলেট সদর দক্ষিণসুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান এ আয়োজন করে।
বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ ইফতারে অংশ নেন। এছাড়া হিন্দু ও খ্রিস্ট্রানধর্মের অনেক মানুষ অংশগ্রহণ করেন ইফতারে। যা রূপ নেয় এক সম্প্রীতির বন্ধনে। ইফতারের পূর্বে পবিত্র কোরআনের কিছু আয়াত এবং দুরুদ শরীফ পাঠ করেন কয়েকজন মাওলানা। পরে বিশ্ববাসীর সুখ সমৃদ্ধি কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুল জব্বার বশিরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি খালেদ আহমেদ রাহিনের সঞ্চালনায় ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শুভেচ্ছা বক্তব্যে দেন কংগ্রেসম্যান শ্রী তিনেধার, ইউএস সেনেটর রিপ্রেজেনটেটিভ ক্যাভিন হার্ট, হ্যামট্রামিক সিটির মেয়র আমির গালিব, ওয়েন কাউন্টি কমিশনার মারথ জি স্কোট, কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, নাঈম চৌধুরী, সিটি ম্যানেজার ম্যাক্স গাবরিয়ানো, পুলিশ চীফ অ্যান মইসি, ডাইরেক্টর অব মিশিগান ভেটারিয়ন অ্যাফেয়ারস অ্যাডাম হ্যালিয়ার, হ্যামট্রামিক সিটির ফায়ার চীফ ম্যাথিউস। এছাড়া অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নিজাম আহমেদ, লিয়াকত আহমেদ, জাফর ইকবাল, হাসান আহমেদসহ আরও অনেকেই বক্তব্য রাখেন। ইফতারে অংশগ্রহণ করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান দক্ষিণসুরমা উপজেলার সন্তান হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান নাঈম চৌধুরী।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan