মাধবপুর (হবিগঞ্জ) ১২ জানুয়ারি :মাধবপুরে পূর্ব বিরোধের জের ধরে ভাইয়ে ভাইয়ে হাতাহাতি ও ধস্তাধস্তির জের ধরে ঔষুধ ব্যবসায়ী সুভাষ চন্দ্র পাল (৫৫) মারা গেছেন। শুক্রবার সকালে উপজেলার বেঙ্গাডোবা গ্রামে এঘটনা ঘটে। নিহত সুভাষ এগ্রামের মৃত জয় চন্দ্র পালের ছেলে। মাধবপুর থানার পরিদর্শক তদন্ত আতিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সুভাষ পাল নোয়াপাড়া বাজারে ফার্মেসি ব্যবসা করেন। সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় বসত বাড়িতে পূর্ব বিরোধের জের ধরে তার ভাই শ্রীবাস চন্দ্র পাল (৪৫)ও সুমিত চন্দ্র পাল সনু (৪০) সঙ্গেকথা কাটাকাটি হয়। বাড়ি থেকে কথা কাটাকাটি শেষে সুভাষ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে কাউছারনগর মোড় এর পশ্চিম পাশে পুনরায় ভাইদের মধ্যে ধাক্কাধাক্কি এবং দস্তা দস্তি হয়। এরপর সুভাষ ব্যবসা প্রতিষ্ঠান ফার্মেসিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে নোয়াপাড়া বাজারস্থ পপুলার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভিকটিমের আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন মৃত্যু নিশ্চিত করার জন্য মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। মাধবপুর উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের মৃত্যু নিশ্চিত করেন। মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত আতিকুর রহমান বলেন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan