সিলেট ১৮ জানুয়ারি : আর্ট অব স্টোরিটেলিং বিষয়ক ভার্চুয়াল ওয়ার্কশপের আয়োজন করে এডুকেশন এবং রিসার্চ ডেস্ক, বাংলাদেশী স্টুডেন্টস' ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম) ও আইআইইউসি আইইইই ক্লাব।
অনলাইন ভিত্তিক জুম মিটিং প্লাটফর্মে আয়োজিত এই অনুষ্ঠানে ২২টি দেশের প্রায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এওয়ার্ড উইনিং কিনোট স্পিকার এবং সেলস লিডারশীপ ট্রেইনারইউসুফ ইফতি এই সেশন কে আকর্ষক ও প্রাণবন্ত করে তুলতে স্টোরিটেলিং এর বিভিন্ন কৌশল ও বাস্তব ভিত্তিক উদাহরণ তুলে ধরেন, যা আগত শিক্ষার্থীদের মনযোগ আকর্ষণ করে ও সামনের দিকে এগিয়ে যেতে পাথেয় হিসেবে কাজ করবে।
ইফতি এই ট্রেইনিং এ স্টোরিটেলিং এর অতি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। যেমন ইথোস, প্যাথোস ও লোগোস। এসাইসিএলটিআর মেথড, মিউজিক অব স্টোরিটেলিং, ডাটা স্টোরিটেলিং ইত্যাদি।
অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন দেশের অংশগ্রহণকারী সদস্যগন এওয়ার্ড উইনিং কিনোট স্পিকার ইউসুফ ইফতির জ্ঞানগর্ভ আলোচনার ভূয়সী প্রশংসা করেন ও অর্গানাইজারদের ধন্যবাদ জানান।
বিএসইউএম এর সভাপতি মোহাম্মাদ জহুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সহ-সভাপতি ও ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়ার পিএইচডি গবেষক গাজী আবু হোরায়রা।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan