আমেরিকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গ্যাস স্টেশনে গাড়িতে গুলি, কেন্টাকির দুই  কিশোর গ্রেপ্তার  পশ্চিম মিশিগানের মাদকসহ ৮০ বছরের বৃদ্ধ গ্রেফতার ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধে রিট শুনবেন হাইকোর্ট আইনজীবী নেই,  চিন্ময় কৃষ্ণ দাসের  জামিনে শুনানি পেছাল এক মাস রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মমতার বক্তব্য সঠিক পদক্ষেপ নয় ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে : ইসি বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী মোতায়নের প্রস্তাব মমতার আগামী মাসে চালু হচ্ছে ওয়াটারপার্ক ব্যাভারিয়ান ইন হুরন টাউনশিপে যৌন নিপীড়নের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার সেন্ট ক্লেয়ার কাউন্টিতে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার যান্ত্রিক সমস্যার কারণে আমট্রাক উলভারিন ট্রেন বাতিল ইসকনের ৭০ ভক্তকে বেনাপোল থেকে ফেরত চিন্ময় দাশের জামিন শুনানি মঙ্গলবার তারেক রহমানসহ সব আসামি খালাস বিজয়ের মাস ডিসেম্বর শুরু তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি ১৯ জানুয়ারি ইসকনকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই সরকারের : প্রেস সচিব গ্রেপ্তার হলেন সাংবাদিক মুন্নি সাহা মেট্রো ডেট্রয়েটে থ্যাঙ্কসগিভিং পরবর্তী তুষারপাত, দুর্ঘটনায় দেড় শতাধিক গাড়ি ডেট্রয়েটে নগর মানবিকতা ফিরিয়ে আনতে গবেষণা

এফবিএইচআরও এর বোর্ড পরিচালক হলেন ইউসুফ ইফতি 

  • আপলোড সময় : ২০-০১-২০২৪ ০৪:২৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৪ ০৪:২৭:০৫ পূর্বাহ্ন
এফবিএইচআরও এর বোর্ড পরিচালক হলেন ইউসুফ ইফতি 
ঢাকা, ২০ জানুয়ারি : ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও) এইচআর ফেডারেশন নামে পরিচিত। এটি বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন খাতে একটি অন্যতম শীর্ষ সংস্থা। সংস্থাটিকে বাংলাদেশের মানবসম্পদ কমিউনিটির প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়। নীতিনির্ধারক এবং সচেতন সমাজের সবাইকে সাথে নিয়ে FBHRO বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য ব্যক্তিগত, সামাজিক এবং সরকারি খাতের মানবসম্পদ উন্নয়ন ইস্যুতে নেটওয়ার্কিং এবং ঐকমত্য তৈরির জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। গতকাল (১৮ জানুয়ারি, ২০২৪) থেকে সংস্থাটিতে বোর্ড অব ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন প্রশিক্ষক ইউসুফ ইফতি। 
হোটেল শেরাটনে অনুষ্ঠিত হলো এফবিএইচআরও এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী এবং নতুন পরিচালকদের যোগদান উপলক্ষে ফুলেল সংবর্ধনা অনুষ্ঠান এবং ডিনার পার্টি। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ইউনিক গ্রুপের চেয়ারম্যান নূর আলী, গ্লোবাল টেলিভিশনের সিইও এবং ইডিটর-ইন-চিফ সাইয়েদ ইশতিয়াক রেজা, উত্তরা ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইয়াসমিন আরা লেখা, কানাডিয়ান ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর এইচ এম জহিরুল হক, এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি এর বিওটি উপদেষ্টা প্রফেসর আনম মেশকাত উদ্দিন যোগদান করেন। এতে এফবিএইচআরও এর বোর্ড মেম্বারসহ অনেক মানবসম্পদ বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 
নতুন বছরের শুরুতে ইউসুফ ইফতি, ফিউচার আইকন, রওশান আলি বুলবুল, বাংলাদেশ গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশ ও প্রফেসর শাহ আলম চৌধুরী, বাংলাদেশ সেন্টার ফর রিসার্চ এন্ড প্ল্যানিং - প্রতিষ্ঠানসমূহ এফবিএইচআরও তথা এইচআর ফেডারেশনের এর নতুন বোর্ড সদস্য হিসেবে যুক্ত হয়।
এফবিএইচআরও এর প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মোশারফ হোসেন সম্প্রতি ইন্ডিয়ার খ্যাতনামা ডিওয়াই পাতিল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করায় তাকে সংবর্ধনা জ্ঞাপনপূর্বক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান আয়োজনে এইচআর ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী আহ্বায়ক এর দায়িত্ব পালন করেন। সহযোগিতায় ছিলেন এফবিএইচআরও এর মহাসচিব প্রফেসর মাইনুদ্দিন চৌধুরি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এইচআর ফেডারেশনের অন্যতম বোর্ড পরিচালক ড. খাদিজা রহমান তানসী।
উল্লেখ্য, ইউসুফ ইফতি পেশায় একজন সেলস লিডারশীপ ট্রেইনার এবং সিইও, ফিউচার আইকন। তিনি বর্তমানে পুত্রা বিজনেস স্কুল, পুত্রা বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া তে প্রশিক্ষণের উপর পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য পড়াশোনা করছেন। তিনি পিএইচডি তে ষষ্ঠ সেমিস্টারে অধ্যয়নরত আছেন। তিনি দীর্ঘ ১৫ বছর অপসোনিন ফার্মাতে সেলস বিভাগে কাজ করেছেন এবং পরে ম্যাকডোনাল্ড গ্রুপ এর সিএসআর প্রধান হিসেবে যোগদান করেন। তিনি ২১ বছরের প্রফেশনাল অভিজ্ঞতাসম্পন্ন একজন ট্যালেন্টেড মানুষ।
ইফতি একজন আধুনিক প্রশিক্ষক  হিসেবে দেশে – বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছেন। অক্টোবর ২০২৩ সালে আইএসটিডি কতৃক আয়োজিত এক ট্রেইনার প্রতিযোগিতায় তিনি দক্ষিণ এশিয়ার সেরা প্রশিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশের প্রশিক্ষন জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি এখন পর্যন্ত বাংলাদেশ, ভারত, নেপাল, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় কর্পোরেট পেশাজীবীদের প্রশিক্ষণ করিয়েছেন। তিনি সেলস লিডারশীপ ট্রেইনার হিসেবে এখন পর্যন্ত প্রায় লক্ষাধীক বিক্রয় পেশাজীবীদেরকে ট্রেইনিং করিয়েছেন। 
ইফতি বলেন, ‘এফবিএইচআরও’ এর পরিচালক  হিসেবে দেশের মানব সম্পদ উন্নয়নের সাথে সংশ্লিষ্ট  সকল নীতিনির্ধারক এবং সুশীল সমাজের সবাইকে নিয়ে একসাথে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।”
‘এফবিএইচআরও’-এর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন বলেন, “ইফতি বাংলাদেশের ট্রেইনিং জগতের তথা দক্ষ মানব সম্পদ উন্নয়নের একজন পরিক্ষিত তরুণ প্রজন্মের লিডার। আমাদের বোর্ড পরিচালক হওয়ায় আমরা আনন্দিত। সে আমাদের সামনের পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার বিশ্বাস।” ‘এফবিএইচআরও’-এর ভাইস-প্রেসিডেন্ট ড. ফরিদ এ. সোবহানী বলেন, “তার মত ভিশনারি এবং দক্ষ লিডার তথা আন্তর্জাতিক ভাবে ট্রেইনিং জগতের পরিচিত মুখ আমাদের বোর্ডে পেয়ে আমরা খুশি এবং আশা করছি তার অন্তর্ভুক্তি এফবিএইচআরও কে  অবকাঠামোগতভাবে আরও শক্ত করবে।” ‘এফবিএইচআরও’র মহাসচিব অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরি বলেন, আমি মনে করি এই সেক্টরে ইফতি-র মত তরুণ লিডার এই অর্গানাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইফতি স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং তরুণ প্রজন্মকে দক্ষতা বৃদ্ধিতে অনেক অবদান রাখতে পারবে।"
ইউসুফ ইফতি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি কর্পোরেট ট্রেইনিং ও কনসালট্যান্সি ফার্ম ফিউচার আইকনের স্বত্বাধিকারী। ফিউচার আইকন ২০১৬ সাল থেকে বাংলাদেশের কর্পোরেট প্রফেশনাল এবং তরুনদের দক্ষতা উন্নয়নে কাজ করছে। ইফতি বাংলাদেশের মানুষ কে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন। তিনি বলেন, “পজিটিভ চিন্তাভাবনা, বড়ো হওয়ার মানসিকতা, সঠিক পরিকল্পনা এবং সেই অনুযায়ী কাজ করলে এই দেশ কে পরিবর্তন করা সম্ভব।” তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ভালো কাজ করার জন্য সবার আগে একজন মানবিক গুনাবলির মানুষ হতে হবে। পজিটিভ দৃষ্টি তে সমাজের নানান বিষয় দেখতে হবে। তথা নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে সবাইকে দেখলে হবে না। অন্যের দৃষ্টিতেও নিজেকে দেখতে হবে।”
ইফতি বলেন “ কর্পোরেট প্রফেশনালদের কে দক্ষ করে গড়ে তুলতে তথা তরুণ-তরুণীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে এবং যারা ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে কাজ করছেন। ফিউচার আইকন মানুষকে বাস্তব এবং হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করছে।” বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতি মাসে কমপক্ষে ১৫-২০ টি কর্পোরেট প্রশিক্ষণ এবং একটি করে পাবলিক ওয়ার্কশপের আয়োজন করছে।
ইউসুফ ইফতি-র আরেকটি পরিচয় হচ্ছে তিনি প্যারেন্টিং কোচেস এসোসিয়েশন অব বাংলাদেশ (পিকেব) এর প্রতিষ্ঠাতা এবং সহ সভাপতি।২০১৭ সাল থেকে পিকেব এর ব্যানারে ২০০ র অধিক মানুষ কে আন্তর্জাতিক প্যারেন্টিং কোচ তৈরি করেছেন এবং সেই সাথে ১,০০,০০০.০০ (এক লক্ষাধিক) এর অধিক বাবা-মা কে প্যারেন্টিং বিষয় নিয়ে সচেতনতা তৈরিতে বিভিন্ন প্রকার ওয়ার্কশপ, সেমিনার, রেডিও প্রোগ্রাম সহ নানান অনুষ্ঠান আয়োজন করেছেন।
ইউসুফ ইফতি ভোলা জেলার সদর থানাধীন চরসামাইয়া ইউনিয়নের চরছিফলি গ্রামের জনাব শাজাহান হাওলাদার এর মেজ সন্তান। ইফতি বিবাহিত জীবনের অর্ধাঙ্গিনী রুবাইয়াত জাহান লুবনা (প্যারেন্টিং কোচ) এবং তাদের দুই সন্তান যথা ফাইয়াজ বিন ইউসুফ (১২) এবং রেহেনুমা তাবাসসুম ইয়াশফা (৬)। বর্তমানে তিনি পরিবার সহ ঢাকা তে বসবাস করছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন