মাধবপুর (হবিগঞ্জ) ৩১ জানুয়ারি : মাধবপুরে ধানের কোঁড়ার বস্তায় ভরে অভিনব কায়দায় ব্যাটারিচালিত অটোরিকসায় করে ৪০কেজি গাঁজা পাচারকালে রমজান আলী (৩৫) নামে মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে এস আই সুজন শ্যাম সহ একদল পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কোঁড়ার বস্তাভরা অটোরিকশা আটক করে। কোঁড়ার বস্তার ভিতরে তল্লাশি করে ৪০কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় গাঁজাপাচারে জড়িত থাকার অভিযোগে রমজান আলী কে গ্রেফতার করা হয়।
তিনি মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের আবেদ আলী ছেলে। মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ধৃত রমজান কে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan