মাধবপুর, (হবিগঞ্জ) ৩ ফেব্রুয়ারি : উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার সকালে দু’পক্ষের সংর্ঘষে মহলিাসহ কমপক্ষে ৪০জন আহত হয়েছে। গুরুতর আহতদের মাধবপুর, হবিগঞ্জ, ঢাকা ও সিলেট উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা করা হয়েছে। এ সময় কয়েকটি বাড়ীতে হামলা পাল্টা হামলা ও ভাংচুর করা হয়েছে। থানার অফিসার ইনার্চাজ মোঃ রাকিবুল ইসলাম খাঁনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়-উপজেলার জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ খাঁন দক্ষিন বেজুড়া গ্রামের মৃত কিফত আলীর ওয়ারিশ হাজী আসকর আলী ও দুলাল মিয়া গংদের কাছ থেকে ৭/৮ মাস আগে একটি জমি ক্রয় করেন। অপর দিকে ওই জমি একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক মিয়ার সন্তানরা নিজেদের দাবি করে । শনিবার সকার ৯টার দিকে মাসুদ খানের লোকজন ওই জমিতে ধান রোপন করতে গেলে মৃত বারেক মিয়ার ওয়ারিশরা বাধাঁ দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ বাধঁলে মহিলা সহ কমপক্সে ৪০ জন আহত হয়। গুরুতর আহত মুর্শেদ মিয়া (৪৫) সুমা আক্তার (২৪) আঃ হামিদ (৩০) সফিক মিয়া (৪০) পায়েল মিয়া (৩০) মারফতউল্লাহ (৩৫) আউস মিয়া (৪২) জসিম মিয়া (২৪) দুলাল মিয়া ( ২৫) শিমুল মিয়া (৩০) জাকারিয়া (২৩) শামীম মিয়া (২৭) তাহের মিয়া (৬৫) মাসুদ রানা (৪০) জালাল মিয়া (৩২) খোকন মিয়া (৪৭) আয়েদ আলী (২৬) আলমগীর (২৭) রফিক মিয়া (২৮) জসিম মিয়া (২৭) করিম মিয়া (৩০) শাহজাহান মিয়া (২৫) মিজান মিয়া (২৬) সাইফুল ইসলাম (২০) ইজাজুল (২৪) সফিক মিয়া (২৯) আশিক মিয়া (২৮) সামসুউদ্দিন (৩০) সাইফুল (২৯)কে মাধবপুর, হবিগঞ্জ, ঢাকা ও সিলেট উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় কয়েকটি বাড়ীতে হামলা পাল্টা হামলা ও ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। থানার অফিসার ইনর্চাজ মোঃ রাকিবুল ইসলাম খাঁন জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan