আমেরিকা , বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১৩ কোডের শেষের ঘণ্টা : ৬৭৯ কোডে  অক্টোবর থেকে ১০-সংখ্যার ডায়ালিং শুরু সাউথ লিওন স্কুলে সাইবার আক্রমণে ক্লাস দ্বিতীয় দিনও স্থগিত ওয়েইন কাউন্টিতে ২০২৫ সালে প্রথম ওয়েস্ট নাইল ভাইরাস মৃত্যু পোর্ট হিউরনে বাবা গুলি চালালেন, তিন সন্তান হতাহত তিন খুনের সন্দেহভাজন এডওয়ার্ড রেডিং ফেডারেল বন্দুক অপরাধে দোষী সাব্যস্ত ডিয়ারবর্ন হাইটসে স্কুলকে হুমকি : এক ব্যক্তি গ্রেপ্তার অ্যাম্বাসেডর ও ব্লু ওয়াটার ব্রিজে প্রায় এক টন মাদক জব্দ, দুই চালক গ্রেপ্তার হ্যারিসন টাউনশিপে নৌকা বিস্ফোরণে তিন জন আহত অনলাইনে নাবালককে টার্গেট : ফার্মিংটন হিলস ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ মেট্রো ডেট্রয়েটে সেপ্টেম্বরেও গরমের প্রভাব, এনডব্লিউএসের পূর্বাভাস অন্তর্নিহিত দেবত্ব জাগ্রত করুন : স্বামী সর্বদেবানন্দ পুলিশ ধাওয়ায় চুরির গাড়ি থামে, ৪ জন আটক লালনকন্যা ফরিদা পারভীন আর নেই ক্যান্টন টাউনশিপে ঘরোয়া সহিংসতা থেকে হত্যাকাণ্ড, স্বামী অভিযুক্ত লিজিওনেয়ার্স রোগ শনাক্ত, জিএম ওয়ারেন সেন্টার বন্ধ ঘোষণা মিশিগানের লেফটেন্যান্ট গভর্নরের বাড়িতে বোমা হামলার হুমকি মিশিগানের চার জলাশয়ের মাছ খাওয়া বিপজ্জনক ঘোষণা ডেট্রয়েটে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহীর মৃত্যু ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ ব্লু ওয়াটার ব্রিজে ৪৪ মিলিয়ন ডলারের কোকেন জব্দ : দুইজন গ্রেপ্তার

৩৮ তম ফোবানার  জমকালো কীক অফ গালা সম্পন্ন 

  • আপলোড সময় : ১৬-০২-২০২৪ ১২:৩৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৪ ১২:৩৮:৩০ পূর্বাহ্ন
৩৮ তম ফোবানার  জমকালো কীক অফ গালা সম্পন্ন 
ভার্জিনিয়া, ১৬ ফেব্রুয়ারি : ৩৮ তম ওয়াশিংটন ফোবানার কীক অব পার্টি ১০ ফেব্রুয়ারী  শনিবার  স্প্রীংফিল্ড ভার্জিনিয়ার হলিডে ইনে সন্ধ্যা ৭.৩০ মিনিটে  শুরু হয়। মেম্বার সেক্রেটারী আবীর আলমগীর ও তাসকিন বিনতে সিদ্দিকীর পরিচালনায় কীক অব পার্টিতে ফোবানার নির্বাহী কমিটি মঞ্চে আসন গ্রহন করেন। বাংলাদেশ, আমেরিকা ও কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে মুল অনুষ্ঠান শুরু হয়। 
৩৮ তম ফোবানার হোস্ট কনভেনর রোকশানা পারভীন স্বাগত বক্তব্য রাখেন। ৩৮ তম তম ফোবানার হোস্ট প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু শুভেচ্ছা বক্তব্য বলেন, ৩৮ বছর আগে ওয়াশিংটনে ফোবানার জন্ম, আমরা সবাইকে নিয়ে ও  সকলের সহযোগিতায় ইতিহাস রচনা করবো। তিনি আরো জানান বাগডিসির ৩৮ তম ফোবানাই মুল ফোবানা। গ্রেটার ওয়াশিংটনবাসী আমাদের সাথে সম্পৃক্ত। 

মেম্বার সেক্রেটারী আবু রুমি শুভেচ্ছা বক্তব্যে, ২০২৪ এর ওয়াশিংটন ফোবানায় নতুনত্বে পুর্ন থাকবে এবং কালচারাল ভাবে ৩৮ তম ফোবানা ইতিহাস তৈরী করবে। হোস্ট বাগডিসির কচি খান, ফোবানার ইনফরমেটিক ওয়েবসাইট প্রদর্শন করেন। তিনি জানান  Fobana2024.org এ আসন্ন ৩৮ তম  ফোবানার  তথ্য আপডেট থাকবে। 
ফোবাবা নির্বাহী কমিটির সেক্রেটারী আবীর আলমগীর ফোবানা নির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন। নির্বাহী সংসদের পক্ষ থেকে বক্তব্যে রাখেন সহ সভাপতি মাসুদ রব (লস এনজেলস), জয়েন্ট সেক্রেটারী খালেদ রউফ (শিকাগো)  ও  ট্রেজারার ডক্টর প্রিয়লাল কর্মকার (ভার্জিনিয়া)। সাবেক চেয়াম্যানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফোবানার নির্বাচন কমিশনার মাহবুব রেজা ও ডিউক খান, রেহান রেজা, রবিউল করিম বেলাল ও ডা: জয়নুল আবেদীন।
দ্বিতীয় পর্বে ফোবানার নির্বাহী চেয়ারম্যান এটর্নী আলমগীর উপস্থিত সুধিজনদের শুভেচ্ছা সংক্ষিপ্ত  বক্তব্য রাখতে অনুরোধ করেন।
বিশিষ্টজনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ও ফোবানাকে সহযোগীতা করার প্রত্যয় ব্যাক্ত করেন পারভীন পাটোয়ারী, মাজহারুল ইসলাম, রোকেয়া হায়দার, ইন্জিনিয়ার আবু হানিফ, এটর্নী জন কাপুর, সরকার কবির উদ্দিন, হীরন চৌধুরী,মাহমুদুন নবী বাকি, তাপস মজুমদার, লায়লা হাসান, ডা: আনোয়ারুল করিম,বুলবুল ইসলাম ও জনাব মাহবুব লস্কর। 

কীক অব পার্টিতে আটলান্টা, ফ্লোরিডা, শিকাগো, টেক্সাস, লস এনজেলস নিউইয়র্ক, কেনসাস,পেনসেলভেনিয়া  ও ডালাস থেকে ফোবানার নেতৃবৃন্দরা উপস্থিত হন। ফোবানার নির্বাহী কনভেনর এটর্নী আলমগীর বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফোবানার মিট এন্ড গ্রীট অনুষ্ঠিত হবে। সেখানে হোস্ট কমিটি ও ফেবানার নির্বাহী কমিটির ৩৫ জন সদস্য উপস্থিত থাকবেন।
ফোবানার নির্বাহী কমিটির মেম্বার সেক্রেটারী আবীর আলমগীর জানান, হোস্ট কমিটি ও ফোবানার নির্বাহী কমিটি উত্তর আমেরিকার নানা শহরে ফান্ড রাইজিং করবে রমজানের পর। তিনি আরো জানান, ২২টি সিটির ৭৮ টি স্বনামধন্য সংগঠন ফোবানার সাথে সম্পৃক্ত।



কীক অব পার্টিতে ওয়াশিংটন, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড এর উপস্থিত সকল সুধিজন সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন। কীক অফ পার্টিতে ৩৯ তম ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল ও মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া সকলকে ২০২৫ এর আটলান্টা ফোবানায় উপস্থিত থাকার আহবান জানান।
৩৮ তম ফোবানার কীক অব পার্টিতে কনভেনর রুকশানা পারভীন ও হোস্ট প্রেসিডেন্ট নুরুল ইসলাম নুরু জানান, হোস্ট কমিটিতে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং হোস্ট কমিটি কিছুদিনের মধ্যে পুর্নাঙ্গ হবে। হোস্ট কমিটি একটি মানসম্মত ও শক্তিশালী হচ্ছে। বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন (বাগডিসি) একটি শক্তিশালী সংগঠন। কীক অফ পার্টির শেষ পর্য়ায়ে সাংস্কৃতিক অনুস্টান পরিবেশন করে বাগডিসির শিল্পীরা।  রাত ১১ টায় ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

১০ ফেব্রুয়ারী শনিবার  সকাল ১১ টায় ওয়াশিংটনের ভার্জিনিয়ায় আগত ১৩ টি শহরের ফোবানা নেতৃবৃন্দরা ফোবানার মুল ভেন্যু পরিদর্শন করেন। ডিসি এয়ারপোর্ট থেকে ১ মাইলের মধ্যেই আর্লিংটনের ক্রিষ্টাল গেইটওয়ে ম্যারিয়েট ভার্জিনিয়ার একটি ভাল মানের হোটেল, সেখানে ফোবানার সকল অতিথি সহ পুরো ইভেন্ট সম্পন্ন হবে আগস্ট এর ৩০,৩১ ও ১ লা সেপ্টেম্বর। ভৌগলিক কারনে ভার্জিনিয়া, মেরীল্যান্ড, বাল্টিমোর  ও ওয়াশিংটন খুব কাছাকাছি এবং অনেকগুলো সংগঠন  কাজ করে ওয়াশিংটন টেরীটরিতে এবং ফোবানার একটি শক্ত অবস্থান রয়েছে ওয়াশিংটনে। 
বাংলাদেশ এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (ফোবানা) ধারাবাহিক ৩৭ টি সফল ফোবানার পর ৩৮ তম ফোবানা সফলে নুরুল আমিন নুরু প্রেসিডেন্ট, রোকসানা পারভীন কনভেনর  ও আবু রুমিকে মেম্বার সেক্রেটারী  হিসাবে কাজ করছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

সিলেটে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ