আমেরিকা , শুক্রবার, ২৩ মে ২০২৫ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন: উপদেষ্টা রিজওয়ানা প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, জানালেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না: সেনাবাহিনী টিকবাহিত রোগ ছড়াচ্ছে নিঃশব্দে, মিশিগানে স্বাস্থ্য সতর্কতা দীর্ঘদিনের প্রিয় ডাক পরিবহনকারী পার্ল টেলরকে হৃদয়স্পর্শী বিদায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ককে পদত্যাগের ইঙ্গিত দিলেন প্রধান উপদেষ্টা প্রশাসনিক ছুটিতে হ্যামট্রাম্যাক পুলিশের শীর্ষ দুই কর্মকর্তা, চলছে তদন্ত ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত রাস্তা ছাড়বেন না : ইশরাক ইভি বাজারে ‘নিখুঁত ঝড়’, কিন্তু জিএম দেখছে সম্ভাবনা ইশরাকের শপথের পথে শেষ বাঁধা উতরে গেলো ওয়াশিংটন ডিসিতে গুলি, নিহত ইজরায়েল দূতাবাসের ২ কর্মী লিভোনিয়ার রাস্তায় রাসায়নিক, এক বছর নজরদারি চলবে নেসেলকে হত্যার হুমকির ঘটনায় নিউ ইয়র্কের বাসিন্দার দোষ স্বীকার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান সেনাপ্রধান বিরল ঘড়ি ও পুরাতন সাইন চুরি : সাবেক গভর্নরের শীর্ষ কর্মকর্তা ‘সিসিটিভি’র ফাঁদে ডেট্রয়েটে একই এলাকায় গুলি ও দুর্ঘটনা, জোরালো তদন্তে পুলিশ চা-কে কেন্দ্র করে চীন-বাংলাদেশ  বাণিজ্যে নতুন সম্ভাবনা বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো স্টারলিংক স্বামীকে পুড়িয়ে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন ওয়েইন কাউন্টির শহরগুলোতে আরএক্স কিডস প্রোগ্রাম সম্প্রসারণ, ডেট্রয়েট বাদ

৩৮ তম ফোবানার  জমকালো কীক অফ গালা সম্পন্ন 

  • আপলোড সময় : ১৬-০২-২০২৪ ১২:৩৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৪ ১২:৩৮:৩০ পূর্বাহ্ন
৩৮ তম ফোবানার  জমকালো কীক অফ গালা সম্পন্ন 
ভার্জিনিয়া, ১৬ ফেব্রুয়ারি : ৩৮ তম ওয়াশিংটন ফোবানার কীক অব পার্টি ১০ ফেব্রুয়ারী  শনিবার  স্প্রীংফিল্ড ভার্জিনিয়ার হলিডে ইনে সন্ধ্যা ৭.৩০ মিনিটে  শুরু হয়। মেম্বার সেক্রেটারী আবীর আলমগীর ও তাসকিন বিনতে সিদ্দিকীর পরিচালনায় কীক অব পার্টিতে ফোবানার নির্বাহী কমিটি মঞ্চে আসন গ্রহন করেন। বাংলাদেশ, আমেরিকা ও কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে মুল অনুষ্ঠান শুরু হয়। 
৩৮ তম ফোবানার হোস্ট কনভেনর রোকশানা পারভীন স্বাগত বক্তব্য রাখেন। ৩৮ তম তম ফোবানার হোস্ট প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু শুভেচ্ছা বক্তব্য বলেন, ৩৮ বছর আগে ওয়াশিংটনে ফোবানার জন্ম, আমরা সবাইকে নিয়ে ও  সকলের সহযোগিতায় ইতিহাস রচনা করবো। তিনি আরো জানান বাগডিসির ৩৮ তম ফোবানাই মুল ফোবানা। গ্রেটার ওয়াশিংটনবাসী আমাদের সাথে সম্পৃক্ত। 

মেম্বার সেক্রেটারী আবু রুমি শুভেচ্ছা বক্তব্যে, ২০২৪ এর ওয়াশিংটন ফোবানায় নতুনত্বে পুর্ন থাকবে এবং কালচারাল ভাবে ৩৮ তম ফোবানা ইতিহাস তৈরী করবে। হোস্ট বাগডিসির কচি খান, ফোবানার ইনফরমেটিক ওয়েবসাইট প্রদর্শন করেন। তিনি জানান  Fobana2024.org এ আসন্ন ৩৮ তম  ফোবানার  তথ্য আপডেট থাকবে। 
ফোবাবা নির্বাহী কমিটির সেক্রেটারী আবীর আলমগীর ফোবানা নির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন। নির্বাহী সংসদের পক্ষ থেকে বক্তব্যে রাখেন সহ সভাপতি মাসুদ রব (লস এনজেলস), জয়েন্ট সেক্রেটারী খালেদ রউফ (শিকাগো)  ও  ট্রেজারার ডক্টর প্রিয়লাল কর্মকার (ভার্জিনিয়া)। সাবেক চেয়াম্যানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফোবানার নির্বাচন কমিশনার মাহবুব রেজা ও ডিউক খান, রেহান রেজা, রবিউল করিম বেলাল ও ডা: জয়নুল আবেদীন।
দ্বিতীয় পর্বে ফোবানার নির্বাহী চেয়ারম্যান এটর্নী আলমগীর উপস্থিত সুধিজনদের শুভেচ্ছা সংক্ষিপ্ত  বক্তব্য রাখতে অনুরোধ করেন।
বিশিষ্টজনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ও ফোবানাকে সহযোগীতা করার প্রত্যয় ব্যাক্ত করেন পারভীন পাটোয়ারী, মাজহারুল ইসলাম, রোকেয়া হায়দার, ইন্জিনিয়ার আবু হানিফ, এটর্নী জন কাপুর, সরকার কবির উদ্দিন, হীরন চৌধুরী,মাহমুদুন নবী বাকি, তাপস মজুমদার, লায়লা হাসান, ডা: আনোয়ারুল করিম,বুলবুল ইসলাম ও জনাব মাহবুব লস্কর। 

কীক অব পার্টিতে আটলান্টা, ফ্লোরিডা, শিকাগো, টেক্সাস, লস এনজেলস নিউইয়র্ক, কেনসাস,পেনসেলভেনিয়া  ও ডালাস থেকে ফোবানার নেতৃবৃন্দরা উপস্থিত হন। ফোবানার নির্বাহী কনভেনর এটর্নী আলমগীর বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফোবানার মিট এন্ড গ্রীট অনুষ্ঠিত হবে। সেখানে হোস্ট কমিটি ও ফেবানার নির্বাহী কমিটির ৩৫ জন সদস্য উপস্থিত থাকবেন।
ফোবানার নির্বাহী কমিটির মেম্বার সেক্রেটারী আবীর আলমগীর জানান, হোস্ট কমিটি ও ফোবানার নির্বাহী কমিটি উত্তর আমেরিকার নানা শহরে ফান্ড রাইজিং করবে রমজানের পর। তিনি আরো জানান, ২২টি সিটির ৭৮ টি স্বনামধন্য সংগঠন ফোবানার সাথে সম্পৃক্ত।



কীক অব পার্টিতে ওয়াশিংটন, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড এর উপস্থিত সকল সুধিজন সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন। কীক অফ পার্টিতে ৩৯ তম ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল ও মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া সকলকে ২০২৫ এর আটলান্টা ফোবানায় উপস্থিত থাকার আহবান জানান।
৩৮ তম ফোবানার কীক অব পার্টিতে কনভেনর রুকশানা পারভীন ও হোস্ট প্রেসিডেন্ট নুরুল ইসলাম নুরু জানান, হোস্ট কমিটিতে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং হোস্ট কমিটি কিছুদিনের মধ্যে পুর্নাঙ্গ হবে। হোস্ট কমিটি একটি মানসম্মত ও শক্তিশালী হচ্ছে। বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন (বাগডিসি) একটি শক্তিশালী সংগঠন। কীক অফ পার্টির শেষ পর্য়ায়ে সাংস্কৃতিক অনুস্টান পরিবেশন করে বাগডিসির শিল্পীরা।  রাত ১১ টায় ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

১০ ফেব্রুয়ারী শনিবার  সকাল ১১ টায় ওয়াশিংটনের ভার্জিনিয়ায় আগত ১৩ টি শহরের ফোবানা নেতৃবৃন্দরা ফোবানার মুল ভেন্যু পরিদর্শন করেন। ডিসি এয়ারপোর্ট থেকে ১ মাইলের মধ্যেই আর্লিংটনের ক্রিষ্টাল গেইটওয়ে ম্যারিয়েট ভার্জিনিয়ার একটি ভাল মানের হোটেল, সেখানে ফোবানার সকল অতিথি সহ পুরো ইভেন্ট সম্পন্ন হবে আগস্ট এর ৩০,৩১ ও ১ লা সেপ্টেম্বর। ভৌগলিক কারনে ভার্জিনিয়া, মেরীল্যান্ড, বাল্টিমোর  ও ওয়াশিংটন খুব কাছাকাছি এবং অনেকগুলো সংগঠন  কাজ করে ওয়াশিংটন টেরীটরিতে এবং ফোবানার একটি শক্ত অবস্থান রয়েছে ওয়াশিংটনে। 
বাংলাদেশ এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (ফোবানা) ধারাবাহিক ৩৭ টি সফল ফোবানার পর ৩৮ তম ফোবানা সফলে নুরুল আমিন নুরু প্রেসিডেন্ট, রোকসানা পারভীন কনভেনর  ও আবু রুমিকে মেম্বার সেক্রেটারী  হিসাবে কাজ করছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন: উপদেষ্টা রিজওয়ানা

ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন: উপদেষ্টা রিজওয়ানা