সিলেট, ১৭ ফেব্রুয়ারি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান ও রায়মোহন-স্মৃতিকণা ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট পোশাক শিল্প ব্যবসায়ী চিন্ময় বড়ুয়া রিন্টু'র সহায়তায় ও যুব পরিষদ বোয়ালখালী শাখার আয়োজনে দুস্থদের মাঝে ২০তম শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় পল্লীবন্ধু কর্মজীবী সমবায় সমিতি লি: এর হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যুব পরিষদ বোয়ালখালী শাখার যুগ্ম আহবায়ক সুমন বড়ুয়া ভূপেল। এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি নারীনেত্রী ইলা বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সদস্য ও ধলঘাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সরিৎ চৌধুরী সাজু, বোয়ালখালী পৌরসভা পল্লী চিকিৎসক পরিষদের সাধারন সম্পাদক ডা: মোস্তাফিজুর রহমান।
বোয়ালখালী শাখার যুগ্ম আহবায়ক বিশ্বদ্বীপ বড়ুয়ার স্বাগত বক্তব্য ও যুগ্ম সচিব রাহুল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অতিথি ছিলেন- বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সহ সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, অর্থ সম্পাদক শিক্ষক উজ্বল মুৎসুদ্দি, অর্থ সচিব শিক্ষক রাজীব বড়ুয়া, সদস্য রুবেল বড়ুয়া।
এসময় প্রধান অতিথির বক্তব্যে নারীনেত্রী ইলা বড়ুয়া বলেন- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সৃষ্টির কাল থেকে মানবিক কাজগুলো করে আসছে, এরিই অংশ হিসেবে দেশে চলমান শীতবস্ত্র বিতরণসহ যেসকল কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবীদার। মানবিক কাজ গুলো করার জন্য বাংলা বৌদ্ধ যুব পরিষদ দেশের একটি অনন্য সংগঠন হিসেবে চিরঞ্জীব হয়ে থাকবে।
অতিথি বৃন্দ এসময় বোয়ালখালী পূর্ব অঞ্চলের প্রায় অর্ধশতাধিক মত ইসলাম-হিন্দু-বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবারের দুস্থ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan