ওয়ারেন, ২৪ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে আগামীকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিকাল ৪ টায় নগরীর ২২০২১ মেমপিস এভিনিউস্থ কালচারাল সেন্টারের হলরুমে এ অনুষ্টান শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা। সাংস্কৃতিক পর্বে রয়েছে নাটক, আবৃত্তি, নৃত্য ও গান।
গান পরিবেশন করবে মিশিগানের ব্যান্ড দল 'রিদম অব বাংলাদেশ'।
মহুয়া দাস সরকার মিষ্টি, অন্তরা দাস অন্তি এবং সুকন্যা শুক্লার নির্দেশনায় পরিবেশিত হবে নৃত্য। রাহুল দাসের নির্দেশনায় মঞ্চস্থ হবে একটি নাটক।
মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের চিফ কো অর্ডিনেটর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃদুল কান্তি সরকার।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan