আমেরিকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেমিট্যান্সের জোয়ারে দেড় মাস পর রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার হাসিনাকে ফেরাতে ভারতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি, মন্তব্য নেই ভারতের ওয়ারেনের ফিটজেরাল্ড স্কুলের সুপার ও ফুড সার্ভিসেস ডিরেক্টর গ্রেপ্তার গ্যাস স্টেশনে ডাকাতি, সন্দেহভাজনকে খুঁজছে উইক্সম পুলিশ ইউনিভার্সিটি অব মিশিগানে বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের মামলা ক্রিসমাসকে ঘিরে বর্ণিল সাজে মিশিগান যুগপৎ সঙ্গীদের বার্তা দেবে বিএনপি, শনিবার থেকে বৈঠক শুরু উপদেষ্টা হাসান আরিফ আর নেই ডেট্রয়েটে অ্যামাজন ডেলিভারি ট্রাকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫ ঐক্যবদ্ধ থাকুন, নইলে আধিপত্যবাদ যেকোন অঘটন ঘটিয়ে ফেলবে পুলিশের কাছ থেকে পালাতে গিয়ে গাড়ি উল্টে আহত চালক ব্লু ওয়াটার ব্রিজে এক হাজার পাউন্ডের বেশি কোকেন জব্দ  সাউথফিল্ড ফ্রিওয়েতে রোড রেইজের ঘটনায় গাড়িতে গুলি; সন্দেহভাজন আটক নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেখছি না : বদিউল আলম ডেট্রয়েট ক্যান্সার সেন্টার বাড়িতে লিভার ক্যান্সারের চিকিৎসায় নতুন ডিভাইস উন্মোচন করেছে মোদির বিতর্কিত পোস্ট : মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল সরকার দশ ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেলেন বাবর ঢামেকেও সাদ-জুবায়েরপন্থিদের সংঘর্ষ, সেনাবাহিনী-পুলিশ মোতায়েন টঙ্গীতে বিজিবি মোতায়েন ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩
বিজিএমইএ নির্বাচন : ফোরাম প্যানেলের ইশতেহার ঘোষণা

পোশাকশিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় চায় ফোরাম

  • আপলোড সময় : ২৮-০২-২০২৪ ১২:০১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৪ ১২:০১:৫৫ অপরাহ্ন
পোশাকশিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় চায় ফোরাম
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি : পোশাক শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় দাবি করেছে ফোরাম। শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর আসন্ন নির্বাচন উপলক্ষ্যে ইশতেহার ঘোষণায় এ দাবি জানায় ফোরাম প্যানেল। 'সাসটেইনেবল স্মার্ট বিজিএমইএ' মূল প্রতিপাদ্য হিসেবে উপস্থাপন করে ২৫ দফার ইশতেহার ঘোষণা করেন ফোরাম এর সমন্বয়ক আব্দুস সালাম।
আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইশতেহার ঘোষণা করে ফোরাম। অনুষ্ঠানে ফোরামের প্যানেল লিডার ফয়সাল সামাদ বলেন, 'আমরা শুধু ডেজিগনেটেড ডিরেক্টর নির্বাচিত হোক চাই না, যারা ডিরেক্টর হবেন তাদের কাজের ব্যাপারে কৈফিয়ত দিতে হবে। যারা আমাদের ফোরামের হয়ে নির্বাচন করছেন তাদের কাছ থেকে শপথ নেওয়া হয়েছে যে তারা কাজ করবেন। এবং প্রতি তিন মাস অন্তর আমরা কাজের যাচাই-বাছাই করবো।'
ইশতেহারে বলা হয়, স্বচ্ছতা ও জবাবদিহিতামূল বিজিএমইএ গড়ে তুলতে বিজিএমইএ-এর সকল কার্যক্রমকে ইআরপিতে অন্তর্ভূক্ত করা। প্রতিটি কারখানার জন্য স্বল্পমল্যে ইআরপি সেবা প্রদানের উদ্যোগ নেয়া। উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তি ও সম্যক জ্ঞানকে শিল্পের সবার মাঝে ছড়িয়ে দেয়া।
এছাড়া কাস্টমস ও বন্ড ম্যানেজমেন্টকে অটোমেশনের আওতায় নিয়ে আসা। লোকাল সোর্সিং, নতুন উদ্ভাবন, নতুন প্রযুক্তি ও প্রডাক্ট ডেভেলপমেন্টের জন্য ডাটাবেজ প্রতিষ্ঠা করার অঙ্গীকার করা হয়।
ইশতেহারে বলা হয়, এলডিসি থেকে উত্তরণ ও জিএসপি+ এর জন্য নিজেদেরকে প্রস্তুত করা এবং সরকারের সঙ্গে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও সহনশীল সমঝোতার ক্ষেত্র প্রস্তুত করা হবে। পোশাকশিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাওয়া যাতে করে সরকার জাতীয় নীতিমালা প্রণয়নে সমন্বিত সিদ্ধান্ত নিতে পারে।
পণ্যে বৈচিত্র্যকরণ ও নতুন বাজার সম্প্রসারণের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল দূতাবাসকে কাজে লাগানো হবে বলেও জানানো হয়। পাশাপাশি উৎসে কর ০.৫ শতাংশে নামিয়ে আনা ও চলমান প্রণোদনাগুলো ২০২৬ পর্যন্ত বলবৎ রাখার ব্যবস্থা করা হবে। পোশাকশিল্পের মালিকদের সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য সকল প্রকার সার্বজনীন দাবীগুলোকে সরকারের কাছে ও অন্যান্য অংশীজনের কাছে সময়মত পৌঁছানো হবে। ব্যাংকিং কার্যক্রমের জটিল বিষয়গুলোকে সহজীকরণ এবং ঋণ পুনঃতফশীলি সহজীকরণ করা হবে।  রপ্তানির অপ্রত্যাবাসিত মূল্য আনয়নের লক্ষ্যে বিজিএমইএ, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট বাংলাদেশের দূতাবাসকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী ও কার্যকর সেল তৈরি করা হবে বলেও জানায় ফোরাম।
বিজিএমইএ-তে ক্রেতাদের নিবন্ধন (বায়ার রেজিস্ট্রেশন) নিশ্চিত করা ও ক্রেতার চুক্তিপত্র পরীক্ষা করে দেয়া হবে। এছাড়া পণ্যের ন্যায্যমূল্য বাস্তবায়নে সদস্যদের মতামত, জরিপ ও গবেষণার ফলাফল বিবেচনার মাধ্যমে সকল প্রকার বেসিক পোশাকের ন্যূনতম ন্যায্য মূল্য নির্ধারণ করা। পোশাকশিল্পের অস্তিত্বের সুরক্ষার জন্য ক্রেতার নৈতিক ক্রয়চর্চাকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসা যাতে করে কোন অপ্রচলিত বাজার খোঁজার ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান পোশাকমালিক ক্রেতার অনৈতিক ও নীতিবিরুদ্ধ ব্যাবসার শিকার না হন।
পোশাকশিল্পের মার্কেটিং বিভাগকে বায়িং হাউজের উপর নির্ভরশীলতা কমাতে উচ্চমূল্যের পণ্য উৎপাদনের জন্য মালিকদের উৎসাহ ও কারিগরি সহায়তা প্রদান করা হবে। প্রচলতি ও অপ্রচলিত বাজারে নিজস্ব বিপণন ব্যবস্থা গড়ে তোলা ও বিজিএমই-এর তত্ত্বাবধানে নিজস্ব ওয়্যারহাউজ প্রতিষ্ঠা করার ঘোষণা দেওয়া হয় ইশতেহারে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে অর্থনীতির প্রাণ হিসেবে প্রতিষ্ঠা করা ও এ সকল কারখানাগুলোকে অর্থনীতিকে সমৃদ্ধ হতে সহায়তা করা। রুগ্নশিল্প ও ব্যবসা পরিচালনায় অক্ষম এমন কারখানাগুলোকে সম্মানজনক প্রস্থানের জন্য আন্তর্জাতিক মান বজায় রেখে Exit Policy প্রণয়ন করার প্রতিশ্রুতিও দেওয়া হয়। শিল্পের কমপ্লায়েন্স নিশ্চিতকল্পে আরএসসি-র কার্যক্রমকে আরো বেগবান করা এবং বহুমূখী অডিট থেকে মুক্তি পেতে একমুখী অডিট প্রণয়নের কার্যক্রম হাতে নেয়া হবে। পাশাপাশি শ্রমিকের অধিকার ও পরিবেশ সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসা সহজীকরণের জন্য বিজিএমইএ-এর আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ ও সুশাসন প্রতিষ্ঠা করার ঘোষণা দেওয়া হয়। এছাড়া বিইউএফটি-র ট্রাস্টি বোর্ডকে বিজিএমইএ-এর প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠন করা হবে। তিনমাস অন্তর অন্তর বিজিএমইএ-এর পরিচালকদের কাজের মূল্যায়ন ও সদস্যদের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয় ইশতেহারে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লিভিংস্টন কাউন্টিতে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত, চালক গ্রেফতার

লিভিংস্টন কাউন্টিতে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত, চালক গ্রেফতার