আমেরিকা , শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ , ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন নির্বাচন কমিশনের সঙ্গে প্রথম বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ধীর অভিবাসন সত্ত্বেও মিশিগানে জনসংখ্যা বৃদ্ধি গ্র্যান্ড র‍্যাপিডসে গুলিতে নারীসহ তিনজন নিহত ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ছাত্রাবাসে গুলি যুক্তরাষ্ট্রের বাজারে ২০% শুল্কে ছাড় পেতে পারে বাংলাদেশ চট্টগ্রামে ওয়ার সেমেট্রি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ‘সুপার ড্রাঙ্ক’ গাড়ি দুর্ঘটনা : মিশিগানে ফেডারেল জজ বিচারের মুখোমুখি ডেট্রয়েটে দুই অগ্নিকাণ্ডে দুজন নিহত পোলার ভর্টেক্সের দাপট : মিশিগানজুড়ে তীব্র ঠান্ডা, স্কুল বন্ধ ট্যাক্স মৌসুমে প্রবেশ করল যুক্তরাষ্ট্র মেডিকেড প্রতারণা : সাগিনাওয়ের প্রাক্তন চিকিৎসক বিচারের মুখোমুখি মিশিগানে হিমশীতল আবহাওয়ায় নিখোঁজের পর মিলল তরুণের মরদেহ

মিশিগানে এমআই বিএডিসি’র নতুন কমিটির শপথ 

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৪ ০৪:৫৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৪ ০৪:৫৮:৫৭ পূর্বাহ্ন
মিশিগানে এমআই বিএডিসি’র নতুন কমিটির শপথ 
প্রধান অতিথির বক্তব্য রাখছেন মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট ড. নাজমুল হাসান শাহীন।

ওয়ারেন, ৭ মার্চ : শপথ নিয়েছে মিশিগান বাংলাদেশি-অ্যামিরিকান ডেমোক্রেটিক ককাস এমআই বিএডিসি’র নতুন কমিটি। ওয়ারেন শহরের একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এক্সিকিউটিভ কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইলেকশন কমিশনার আরিফ মাহমুদ। এছাড়া কনগ্রেশনাল ডিস্ট্রিক কমিটিকে শপথ করান বিএডিসির প্রেসিডেন্ট সুলাইমান বাহার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মিশিগান ডেমোক্রেটিক পাটির ভাইস প্রেসিডেন্ট ড.নাজমুল হাসান শাহীন। 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রিসিডেন্ট কাউন্সিল মেম্বার জুবেরুল চৌধুরী খোকন ও ইকবাল ফয়েজ স্বপনসহ অনেকে। 
এমআই বিএডিসির ২০২৩ থেকে ২০২৫ সালের এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুলাইমান বাহার। এছাড়া সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাশকুর কাউসার। অন্যদিকে  কংগ্রেশনাল ডিস্ট্রিক-টেন (১০) এর চেয়ারম্যান ও সেক্রেটারি নির্বাচিত হন যথাক্রমে আজিজ চৌধুরী ও দিলোয়ার আনসার।     

এমআই বিএডিসি’র এক্সিকউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাদেক রহমান সুমন। ভাইস প্রেসিডেন্ট (কমিউনেশন) আরিফ মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (পলিটিক্যাল অ্যাফাইরস) জাবেদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট (প্রোগ্রাম এক্ট্রিভিটিস) নাইম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট (ইউনিয়ন অ্যাফাইরস) বকুল তালুকদার, ভাইস প্রেসিডেন্ট  (ফাইন্যান্স অ্যান্ড ফান্ড রাইজিং) আনোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট (পাবলিক অ্যান্ড কমিউনিটি অ্যাফাইরস) ফয়সল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (ওম্যান অ্যান্ড ইয়ুথ অ্যাফাইরস) মুন্নি রহমান। এছাড়া জয়েন্ট সেক্রেটারি (অরগানাইজেশন) রেজাউল চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি (পলিটিক্যাল) গিয়াস তালুকদার, জয়েন্ট সেক্রেটারি (কমিউনিটি) দৌলা চৌধুরী মনি, ট্রেজারার কাউসার দেওয়ান, সেক্রেটারি (ইলেকশন অ্যান্ড ক্যাম্পিং অ্যাফাইরস) সাব্বির আহমেদ, সেক্রেটারি (স্মল বিজনেস অ্যাফাইরস) কবির আহমদ, সেক্রেটারি (মিডিয়া অ্যান্ড স্যোশাল নেটওয়ার্) জিয়াউদ্দিন জয়, সেক্রেটারি (কালচারাল অ্যান্ড এ্যাথনক্ট্রি অ্যাফেইরস) হাসিব ভূইয়ান, সেক্রেটারি (স্পোর্স ওয়েলনেস অ্যাফেইরস) মারুফ মনোয়ার, সেক্রেটারি (ইডোকেশন অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেইরস) ফাতেমা জান্নাত, সেক্রেটারি (ইমিগ্রেশন অ্যাফেইরস) বাবুল মিয়া ও সেক্রেটারি (ইয়ূথ অ্যাফেইরস) আরিফ নাগর নিবাচিত হয়েছেন।  

অন্যদিকে কংগ্রেশনাল টেন (১০) ডিস্ট্রিকের কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খাজা শাহাব, মুশতাক চৌধুরী, কামাল আহমেদ, মাহমুদা মৌরী। জয়েন্ট সেক্রেটারি আবুল আজাদ ও মোহাম্মদ রহমান টিপু। স্যোশাল অ্যান্ড কমিউনিটি সেক্রেটারি মোহাম্মদ খালেদ। এছাড়া মিডিয়া অ্যান্ড প্রেস সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল এবং স্মল বিজনেস অ্যান্ড ইমিগ্রেশন সেক্রেটারি লুৎফুর রহমান নিবাচিত হয়েছেন। এছাড়া ডিস্ট্রিক থার্টিনে আশিকুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথফিল্ডে অ্যাপার্টমেন্টে আগুন : ২৭ বাসিন্দা গৃহহীন

সাউথফিল্ডে অ্যাপার্টমেন্টে আগুন : ২৭ বাসিন্দা গৃহহীন