আমেরিকা , শুক্রবার, ০৩ মে ২০২৪ , ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ হাজার ডলারের অনুদান ফেরত দিলেন মিশিগানের আইনপ্রণেতা মদের দোকানে ডাকাতির অভিযোগে মনরোর এক ব্যক্তি গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধিদলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন আগামী সপ্তাহে ডেট্রয়েট আসছেন কমলা হ্যারিস সাউথফিল্ডে ভবনে গাড়ি বিধ্বস্ত হয়ে চালকের মৃত্যু হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে ২০২৩ সালে মিশিগানে ইভি দ্রুত চার্জিং অবকাঠামো ৫২% বৃদ্ধি পেয়েছে মিল্টন সমাদ্দার গ্রেপ্তার : মুখোশের আড়ালে যত অভিযোগ ভুল পথে গাড়ি চালানোর জন্য উইক্সমের এক ব্যক্তি গ্রেপ্তার ইউনির্ভাসিটি অব মিশিগানের পার্কিং  কাঠামোতে যৌন নির্যাতন নর্থ ক্যারোলিনায় পরোয়ানা তামিল করতে গিয়ে ৪ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫ আদালতের তারিখ এড়িয়ে পার্কে লুকিয়ে থাকা সন্দেহভাজন পুলিশের গুলিতে আহত লিভোনিয়ায় স্কুলে বন্দুক নিয়ে ছাত্র : ক্লাসরুমে তালাবদ্ধ শিক্ষার্থীরা নিখোঁজ ইন্ডিপেন্ডেন্স টাউনশিপ নারীর মৃতদেহ উদ্ধার ডেট্রয়েটে হাসপাতাল কর্মীকে লক্ষ্য করে গুলি খেলার সময় হৃদরোগে মৃত্যু ঠেকাতে দুটি বিলে স্বাক্ষর করলেন হুইটমার একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. প্রণব কুমার বড়ুয়া আর নেই রোবটিক্স ভ্রমণে গিয়ে লেক ওরিয়ন হাই স্কুলের ছাত্রের আত্মহত্যা ফ্লোরিডার বাসিন্দার সাড়ে ৬ বছরের কারাদন্ড আগামী সপ্তাহে মিশিগানে সমাবেশ করবেন ট্রাম্প

মিশিগানে এমআই বিএডিসি’র নতুন কমিটির শপথ 

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৪ ০৪:৫৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৪ ০৪:৫৮:৫৭ পূর্বাহ্ন
মিশিগানে এমআই বিএডিসি’র নতুন কমিটির শপথ 
প্রধান অতিথির বক্তব্য রাখছেন মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট ড. নাজমুল হাসান শাহীন।

ওয়ারেন, ৭ মার্চ : শপথ নিয়েছে মিশিগান বাংলাদেশি-অ্যামিরিকান ডেমোক্রেটিক ককাস এমআই বিএডিসি’র নতুন কমিটি। ওয়ারেন শহরের একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এক্সিকিউটিভ কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইলেকশন কমিশনার আরিফ মাহমুদ। এছাড়া কনগ্রেশনাল ডিস্ট্রিক কমিটিকে শপথ করান বিএডিসির প্রেসিডেন্ট সুলাইমান বাহার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মিশিগান ডেমোক্রেটিক পাটির ভাইস প্রেসিডেন্ট ড.নাজমুল হাসান শাহীন। 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রিসিডেন্ট কাউন্সিল মেম্বার জুবেরুল চৌধুরী খোকন ও ইকবাল ফয়েজ স্বপনসহ অনেকে। 
এমআই বিএডিসির ২০২৩ থেকে ২০২৫ সালের এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুলাইমান বাহার। এছাড়া সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাশকুর কাউসার। অন্যদিকে  কংগ্রেশনাল ডিস্ট্রিক-টেন (১০) এর চেয়ারম্যান ও সেক্রেটারি নির্বাচিত হন যথাক্রমে আজিজ চৌধুরী ও দিলোয়ার আনসার।     

এমআই বিএডিসি’র এক্সিকউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাদেক রহমান সুমন। ভাইস প্রেসিডেন্ট (কমিউনেশন) আরিফ মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (পলিটিক্যাল অ্যাফাইরস) জাবেদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট (প্রোগ্রাম এক্ট্রিভিটিস) নাইম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট (ইউনিয়ন অ্যাফাইরস) বকুল তালুকদার, ভাইস প্রেসিডেন্ট  (ফাইন্যান্স অ্যান্ড ফান্ড রাইজিং) আনোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট (পাবলিক অ্যান্ড কমিউনিটি অ্যাফাইরস) ফয়সল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (ওম্যান অ্যান্ড ইয়ুথ অ্যাফাইরস) মুন্নি রহমান। এছাড়া জয়েন্ট সেক্রেটারি (অরগানাইজেশন) রেজাউল চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি (পলিটিক্যাল) গিয়াস তালুকদার, জয়েন্ট সেক্রেটারি (কমিউনিটি) দৌলা চৌধুরী মনি, ট্রেজারার কাউসার দেওয়ান, সেক্রেটারি (ইলেকশন অ্যান্ড ক্যাম্পিং অ্যাফাইরস) সাব্বির আহমেদ, সেক্রেটারি (স্মল বিজনেস অ্যাফাইরস) কবির আহমদ, সেক্রেটারি (মিডিয়া অ্যান্ড স্যোশাল নেটওয়ার্) জিয়াউদ্দিন জয়, সেক্রেটারি (কালচারাল অ্যান্ড এ্যাথনক্ট্রি অ্যাফেইরস) হাসিব ভূইয়ান, সেক্রেটারি (স্পোর্স ওয়েলনেস অ্যাফেইরস) মারুফ মনোয়ার, সেক্রেটারি (ইডোকেশন অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেইরস) ফাতেমা জান্নাত, সেক্রেটারি (ইমিগ্রেশন অ্যাফেইরস) বাবুল মিয়া ও সেক্রেটারি (ইয়ূথ অ্যাফেইরস) আরিফ নাগর নিবাচিত হয়েছেন।  

অন্যদিকে কংগ্রেশনাল টেন (১০) ডিস্ট্রিকের কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খাজা শাহাব, মুশতাক চৌধুরী, কামাল আহমেদ, মাহমুদা মৌরী। জয়েন্ট সেক্রেটারি আবুল আজাদ ও মোহাম্মদ রহমান টিপু। স্যোশাল অ্যান্ড কমিউনিটি সেক্রেটারি মোহাম্মদ খালেদ। এছাড়া মিডিয়া অ্যান্ড প্রেস সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল এবং স্মল বিজনেস অ্যান্ড ইমিগ্রেশন সেক্রেটারি লুৎফুর রহমান নিবাচিত হয়েছেন। এছাড়া ডিস্ট্রিক থার্টিনে আশিকুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মদের দোকানে ডাকাতির অভিযোগে মনরোর এক ব্যক্তি গ্রেপ্তার

মদের দোকানে ডাকাতির অভিযোগে মনরোর এক ব্যক্তি গ্রেপ্তার