আমেরিকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথগেটে বাড়িতে বিস্ফোরণে নিহত ১, আহত ১ বাংলাদেশসহ যেসব দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প  মিশিগানে দ্বিতীয় হামে আক্রান্ত রোগী শনাক্ত সিলেটে সাবেক এমপি ও মেয়রের বাসায় হামলা, ভাঙচুর প্রথমবার বৈঠকে বসছেন ড. ইউনূস ও নরেন্দ্র মো‌দী ওয়েইন কাউন্টি ট্রেজারার অফিস ভবনে বোমা হামলার হুমকি দুই দফা ভারী বৃষ্টিপাতের পর মেট্রো ডেট্রয়েটে বন্যার আশঙ্কা আজ ফার্মিংটন হিলসে বাড়িতে আগুন লেগে ৪ পুলিশ কর্মকর্তাসহ ১২ জন আহত নর্থ মিশিগানে ভয়াবহ তুষার ঝড় : ১০টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা  ইস্ট ডেট্রয়েটে অ্যাপার্টমেন্ট ভবনে সম্ভাব্য বিস্ফোরণে ১৩ জন আহত পথের ভুলে গুয়াতেমালার এক নারী নির্বাসনের মুখোমুখি ঐতিহাসিক তুষার ঝড়ে বিপর্যস্ত মিশিগানের উত্তরাঞ্চল, বিদ্যুৎহীন ৯০ হাজার মানুষ মিশিগানে এবার একইদিনে ঐক্যবদ্ধ  ঈদুল ফিতর উদযাপনে বাড়তি আনন্দ  যুক্তরাষ্ট্রে আজ ঈদ সৌদি আরবে ঈদ রোববার চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে কোটি কোটি ডলার কোভিড তহবিল প্রত্যাহার করবে ট্রাম্প প্রশাসন স্পিরিট এয়ারলাইন্স ডেট্রয়েট থেকে আরও ১৫টি নন-স্টপ রুট যোগ করেছে ওয়ারেনে গাঁজার দোকান খোলার অনুমতি দিল সিটি কাউন্সিল  শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

মিশিগানে এমআই বিএডিসি’র নতুন কমিটির শপথ 

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৪ ০৪:৫৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৪ ০৪:৫৮:৫৭ পূর্বাহ্ন
মিশিগানে এমআই বিএডিসি’র নতুন কমিটির শপথ 
প্রধান অতিথির বক্তব্য রাখছেন মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট ড. নাজমুল হাসান শাহীন।

ওয়ারেন, ৭ মার্চ : শপথ নিয়েছে মিশিগান বাংলাদেশি-অ্যামিরিকান ডেমোক্রেটিক ককাস এমআই বিএডিসি’র নতুন কমিটি। ওয়ারেন শহরের একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এক্সিকিউটিভ কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইলেকশন কমিশনার আরিফ মাহমুদ। এছাড়া কনগ্রেশনাল ডিস্ট্রিক কমিটিকে শপথ করান বিএডিসির প্রেসিডেন্ট সুলাইমান বাহার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মিশিগান ডেমোক্রেটিক পাটির ভাইস প্রেসিডেন্ট ড.নাজমুল হাসান শাহীন। 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রিসিডেন্ট কাউন্সিল মেম্বার জুবেরুল চৌধুরী খোকন ও ইকবাল ফয়েজ স্বপনসহ অনেকে। 
এমআই বিএডিসির ২০২৩ থেকে ২০২৫ সালের এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুলাইমান বাহার। এছাড়া সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাশকুর কাউসার। অন্যদিকে  কংগ্রেশনাল ডিস্ট্রিক-টেন (১০) এর চেয়ারম্যান ও সেক্রেটারি নির্বাচিত হন যথাক্রমে আজিজ চৌধুরী ও দিলোয়ার আনসার।     

এমআই বিএডিসি’র এক্সিকউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাদেক রহমান সুমন। ভাইস প্রেসিডেন্ট (কমিউনেশন) আরিফ মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (পলিটিক্যাল অ্যাফাইরস) জাবেদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট (প্রোগ্রাম এক্ট্রিভিটিস) নাইম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট (ইউনিয়ন অ্যাফাইরস) বকুল তালুকদার, ভাইস প্রেসিডেন্ট  (ফাইন্যান্স অ্যান্ড ফান্ড রাইজিং) আনোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট (পাবলিক অ্যান্ড কমিউনিটি অ্যাফাইরস) ফয়সল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (ওম্যান অ্যান্ড ইয়ুথ অ্যাফাইরস) মুন্নি রহমান। এছাড়া জয়েন্ট সেক্রেটারি (অরগানাইজেশন) রেজাউল চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি (পলিটিক্যাল) গিয়াস তালুকদার, জয়েন্ট সেক্রেটারি (কমিউনিটি) দৌলা চৌধুরী মনি, ট্রেজারার কাউসার দেওয়ান, সেক্রেটারি (ইলেকশন অ্যান্ড ক্যাম্পিং অ্যাফাইরস) সাব্বির আহমেদ, সেক্রেটারি (স্মল বিজনেস অ্যাফাইরস) কবির আহমদ, সেক্রেটারি (মিডিয়া অ্যান্ড স্যোশাল নেটওয়ার্) জিয়াউদ্দিন জয়, সেক্রেটারি (কালচারাল অ্যান্ড এ্যাথনক্ট্রি অ্যাফেইরস) হাসিব ভূইয়ান, সেক্রেটারি (স্পোর্স ওয়েলনেস অ্যাফেইরস) মারুফ মনোয়ার, সেক্রেটারি (ইডোকেশন অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেইরস) ফাতেমা জান্নাত, সেক্রেটারি (ইমিগ্রেশন অ্যাফেইরস) বাবুল মিয়া ও সেক্রেটারি (ইয়ূথ অ্যাফেইরস) আরিফ নাগর নিবাচিত হয়েছেন।  

অন্যদিকে কংগ্রেশনাল টেন (১০) ডিস্ট্রিকের কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খাজা শাহাব, মুশতাক চৌধুরী, কামাল আহমেদ, মাহমুদা মৌরী। জয়েন্ট সেক্রেটারি আবুল আজাদ ও মোহাম্মদ রহমান টিপু। স্যোশাল অ্যান্ড কমিউনিটি সেক্রেটারি মোহাম্মদ খালেদ। এছাড়া মিডিয়া অ্যান্ড প্রেস সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল এবং স্মল বিজনেস অ্যান্ড ইমিগ্রেশন সেক্রেটারি লুৎফুর রহমান নিবাচিত হয়েছেন। এছাড়া ডিস্ট্রিক থার্টিনে আশিকুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে দুই মাসে ৬ টি ডাকাতি

ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে দুই মাসে ৬ টি ডাকাতি