আমেরিকা , সোমবার, ১৯ মে ২০২৫ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বসন্ত উদ্যানের স্বপ্ন নিয়ে ইস্টার্ন মার্কেটে উৎসবমুখর ভিড় মিশিগানের উপজাতিদের আবাসনে ২৬.৫ মিলিয়ন অনুদান এশিয়ান-আমেরিকান সংস্কৃতির রঙিন মেলবন্ধন ওয়ারেনে দেশের ১১ সরকারি প্রাথমিক স্কুলের নাম পরিবর্তন মিশিগানে একদিনে ৬টি টর্নেডো! যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে চীনের আধিপত্য কর্মসংস্থানে ট্রাম্পের জোর, সুযোগ দেখছে রোবোটিক শিল্প ডেট্রয়েটে ট্রাফিক স্টপ চলাকালীন গুলি : পুলিশ সদস্য আহত, সন্দেহভাজন নিহত আবারও ঝড়ের শঙ্কা আজ, টর্নেডো ছুঁয়েছে মিশিগান দ্বিতীয় বছরের মতো জনসংখ্যা বৃদ্ধির ধারায় ডেট্রয়েট ফেডারেল স্বাস্থ্য ব্যয় সংকোচনে মিশিগানের ৫ লাখ মানুষ মেডিকেড হারাতে পারেন যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে ছুটির ভ্রমণে নতুন রেকর্ডের সম্ভাবনা মিশিগানে টর্নেডো ও ঝড়ের সতর্কতা জারি ঐতিহ্যের ছায়ায় বয়স্কদের জন্য আধুনিক আশ্রয়স্থল হচ্ছে লি প্লাজা ডেট্রয়েটে মাদক ও অস্ত্রের বিরুদ্ধে বড় অভিযান : হাজার হাজার বড়ি ও বন্দুক উদ্ধার আমেরিকা ও কানাডায় ফোর্ডের ৩৫০ সফ্টওয়্যার কর্মী ছাঁটাই সস্তা ইভি ব্যাটারি বানাবে জিএম গর্ভপাতের বিধিনিষেধ বাতিল করেছে মিশিগান আদালত লেক সেন্ট ক্লেয়ার মেট্রোপার্কে কিশোরীকে যৌন নির্যাতন, অভিযুক্ত যুবক ওয়ারেনের সামরিক ঘাঁটিতে আইএসের সন্ত্রাসী হামলার চেষ্টা ব্যর্থ

মিশিগানে এমআই বিএডিসি’র নতুন কমিটির শপথ 

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৪ ০৪:৫৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৪ ০৪:৫৮:৫৭ পূর্বাহ্ন
মিশিগানে এমআই বিএডিসি’র নতুন কমিটির শপথ 
প্রধান অতিথির বক্তব্য রাখছেন মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট ড. নাজমুল হাসান শাহীন।

ওয়ারেন, ৭ মার্চ : শপথ নিয়েছে মিশিগান বাংলাদেশি-অ্যামিরিকান ডেমোক্রেটিক ককাস এমআই বিএডিসি’র নতুন কমিটি। ওয়ারেন শহরের একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এক্সিকিউটিভ কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইলেকশন কমিশনার আরিফ মাহমুদ। এছাড়া কনগ্রেশনাল ডিস্ট্রিক কমিটিকে শপথ করান বিএডিসির প্রেসিডেন্ট সুলাইমান বাহার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মিশিগান ডেমোক্রেটিক পাটির ভাইস প্রেসিডেন্ট ড.নাজমুল হাসান শাহীন। 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রিসিডেন্ট কাউন্সিল মেম্বার জুবেরুল চৌধুরী খোকন ও ইকবাল ফয়েজ স্বপনসহ অনেকে। 
এমআই বিএডিসির ২০২৩ থেকে ২০২৫ সালের এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুলাইমান বাহার। এছাড়া সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাশকুর কাউসার। অন্যদিকে  কংগ্রেশনাল ডিস্ট্রিক-টেন (১০) এর চেয়ারম্যান ও সেক্রেটারি নির্বাচিত হন যথাক্রমে আজিজ চৌধুরী ও দিলোয়ার আনসার।     

এমআই বিএডিসি’র এক্সিকউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাদেক রহমান সুমন। ভাইস প্রেসিডেন্ট (কমিউনেশন) আরিফ মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (পলিটিক্যাল অ্যাফাইরস) জাবেদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট (প্রোগ্রাম এক্ট্রিভিটিস) নাইম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট (ইউনিয়ন অ্যাফাইরস) বকুল তালুকদার, ভাইস প্রেসিডেন্ট  (ফাইন্যান্স অ্যান্ড ফান্ড রাইজিং) আনোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট (পাবলিক অ্যান্ড কমিউনিটি অ্যাফাইরস) ফয়সল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (ওম্যান অ্যান্ড ইয়ুথ অ্যাফাইরস) মুন্নি রহমান। এছাড়া জয়েন্ট সেক্রেটারি (অরগানাইজেশন) রেজাউল চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি (পলিটিক্যাল) গিয়াস তালুকদার, জয়েন্ট সেক্রেটারি (কমিউনিটি) দৌলা চৌধুরী মনি, ট্রেজারার কাউসার দেওয়ান, সেক্রেটারি (ইলেকশন অ্যান্ড ক্যাম্পিং অ্যাফাইরস) সাব্বির আহমেদ, সেক্রেটারি (স্মল বিজনেস অ্যাফাইরস) কবির আহমদ, সেক্রেটারি (মিডিয়া অ্যান্ড স্যোশাল নেটওয়ার্) জিয়াউদ্দিন জয়, সেক্রেটারি (কালচারাল অ্যান্ড এ্যাথনক্ট্রি অ্যাফেইরস) হাসিব ভূইয়ান, সেক্রেটারি (স্পোর্স ওয়েলনেস অ্যাফেইরস) মারুফ মনোয়ার, সেক্রেটারি (ইডোকেশন অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেইরস) ফাতেমা জান্নাত, সেক্রেটারি (ইমিগ্রেশন অ্যাফেইরস) বাবুল মিয়া ও সেক্রেটারি (ইয়ূথ অ্যাফেইরস) আরিফ নাগর নিবাচিত হয়েছেন।  

অন্যদিকে কংগ্রেশনাল টেন (১০) ডিস্ট্রিকের কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খাজা শাহাব, মুশতাক চৌধুরী, কামাল আহমেদ, মাহমুদা মৌরী। জয়েন্ট সেক্রেটারি আবুল আজাদ ও মোহাম্মদ রহমান টিপু। স্যোশাল অ্যান্ড কমিউনিটি সেক্রেটারি মোহাম্মদ খালেদ। এছাড়া মিডিয়া অ্যান্ড প্রেস সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল এবং স্মল বিজনেস অ্যান্ড ইমিগ্রেশন সেক্রেটারি লুৎফুর রহমান নিবাচিত হয়েছেন। এছাড়া ডিস্ট্রিক থার্টিনে আশিকুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট'র উদ্যেগে চোখের ছানি অপারেশন 

লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট'র উদ্যেগে চোখের ছানি অপারেশন