হ্যামট্রাম্যাক, ০৯ এপ্রিল : ঢাকা বিভাগ কল্যাণ সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের রেশমী রেস্টুরেন্টে ঢাকা বিভাগ কল্যাণ সংঘের সভাপতি দেবাশিষ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুব রাববী খানের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাহিব আয়ান খান, দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল্লাহ ও হাফেজ শাকিল। মোনাজাতে মরহুম বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর খান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ খানের রুহের মাগফিরাতসহ বিশ্ববাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডঃ মোহাম্মদ রাব্বী আলম, কাউন্সিলর নাঈম লিওন চৌধুরী, হুমায়ুন কবির, বেলায়েত হোসেন সজল উল্লেখ্য। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন- তানভীর কুরেশী (মনির), মো. মোজাম্মেল হক, মোহাম্মদ পিন্টু, হারুনুর রশিদ, সোহেল রায়হান, রুমি খান, মারুফ হোসেন, মোহাম্মদ ফারুকসহ অনেকে।এছাড়াও সাংবাদিক, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan