হ্যারিসন টাউনশিপে বাড়িতে অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু
-
আপলোড সময় :
১৩-০৩-২০২৪ ০৪:৩৯:১১ পূর্বাহ্ন
-
আপডেট সময় :
১৩-০৩-২০২৪ ০৪:৩৯:১১ পূর্বাহ্ন
হ্যারিসন টাউনশিপ, ১৩ মার্চ : ম্যাকম্ব কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার হ্যারিসন টাউনশিপের এক ব্যক্তি বাড়িতে আগুন লেগে মারা গেছেন। শেরিফের কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে টাউনশিপের লাবেল স্ট্রিটের কাছে বেলান্ড স্ট্রিটের একটি ট্রেলার পার্কে আগুন লাগে। দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলে বলে জানিয়েছে পুলিশ। বাড়ির মালিক, যার নাম প্রকাশ করা হয়নি, ট্রেলারের ভিতরে পাওয়া গেছে। ঘটনাস্থলেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। শেরিফ অফিসের দমকল তদন্তকারীরা আগুন লাগার কারণ নির্ধারণে ঘটনাস্থলে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
কমেন্ট বক্স