এগ হারবার, ১৯ মার্চ : যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান অ্যান্ডি কিমকে পবিত্র ভাগবত গীতা উপহার হিসাবে প্রদান করা হয়েছে। গত ১৭ মার্চ, রবিবার দুপুরে এগ হারবার শহরের একটি ভেনুতে আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য, লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী নিউ জারসি রাজ্যের তৃতীয় কংগ্রেসনাল জেলার কংগ্রেসম্যান অ্যান্ডি কিমকে ভাগবত গীতা উপহার হিসাবে প্রদান করেন। এসময় অ্যান্ডি কিমের স্ত্রী ক্যামি চিং ইয়ু লাই উপস্থিত ছিলেন।
ভাগবত গীতা উপহার হিসাবে প্রদানের সময় সুব্রত চৌধুরী কংগ্রেসম্যানকে বলেন,”গীতা স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা পৃথক শাস্ত্রের
মর্যাদা পেয়ে থাকে। হিন্দুরা গীতাকে ভগবানের মুখনিঃসৃত বাণী মনে করেন। তিনি আরো বলেন, মানবধর্ম, দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থানের অধিকারী।” কংগ্রেসম্যান অ্যান্ডি কিম পবিত্র ভাগবত গীতা উপহার স্বরূপ পেয়ে খুশি হন।
তিনি ভাগবত গীতা উপহার হিসাবে প্রদানের জন্য সুব্রত চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানান।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan