আমেরিকা , সোমবার, ০৬ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লাইসেন্স ছাড়া বন্দুক বহন, সাবেক ওয়ারেন সিটি কাউন্সিলম্যান অভিযুক্ত অপহরণ, যৌন নির্যাতনের অভিযোগে ফ্রেজার বাসিন্দা অভিযুক্ত ফার্মিংটন হিলসের বাসিন্দা প্রাক্তন এটিএফ তদন্তকারী মহামারী ঋণ প্রকল্পে অভিযুক্ত বাংলা নববর্ষ উপলক্ষে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান ৫ হাজার ডলারের অনুদান ফেরত দিলেন মিশিগানের আইনপ্রণেতা মদের দোকানে ডাকাতির অভিযোগে মনরোর এক ব্যক্তি গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধিদলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন আগামী সপ্তাহে ডেট্রয়েট আসছেন কমলা হ্যারিস সাউথফিল্ডে ভবনে গাড়ি বিধ্বস্ত হয়ে চালকের মৃত্যু হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে ২০২৩ সালে মিশিগানে ইভি দ্রুত চার্জিং অবকাঠামো ৫২% বৃদ্ধি পেয়েছে মিল্টন সমাদ্দার গ্রেপ্তার : মুখোশের আড়ালে যত অভিযোগ ভুল পথে গাড়ি চালানোর জন্য উইক্সমের এক ব্যক্তি গ্রেপ্তার ইউনির্ভাসিটি অব মিশিগানের পার্কিং  কাঠামোতে যৌন নির্যাতন নর্থ ক্যারোলিনায় পরোয়ানা তামিল করতে গিয়ে ৪ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫ আদালতের তারিখ এড়িয়ে পার্কে লুকিয়ে থাকা সন্দেহভাজন পুলিশের গুলিতে আহত লিভোনিয়ায় স্কুলে বন্দুক নিয়ে ছাত্র : ক্লাসরুমে তালাবদ্ধ শিক্ষার্থীরা নিখোঁজ ইন্ডিপেন্ডেন্স টাউনশিপ নারীর মৃতদেহ উদ্ধার ডেট্রয়েটে হাসপাতাল কর্মীকে লক্ষ্য করে গুলি খেলার সময় হৃদরোগে মৃত্যু ঠেকাতে দুটি বিলে স্বাক্ষর করলেন হুইটমার

ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৪ ০৫:৩১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৪ ০৫:৩১:২৮ পূর্বাহ্ন
ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার
লন্ডন, ২৪ মার্চ : গতকাল শনিবার লন্ডনে  ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতনা, আমরাও বিশ্ব দরবারে নিজেদের বাঙ্গালী হিসেবে পরিচয় দিতে পারতামনা। বঙ্গবন্ধু বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বক্তারা বলেন স্বাধীনতার ৫২ বছর পরও স্বাধীনতা বিরোধী অপশক্তি অপপ্রচারে লিপ্ত এসব দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সকলকে আবারও ৭১এর ন্যায় ঐক্যবদ্ধ হতে হবে।
পূর্ব লন্ডনের ১২ ক্যাভেল স্ট্রেীটের একটি রেষ্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সাজিদুর রহমান, সংগঠনের সেক্রেটারী তরুন সাংবাদিক জোবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় কিনোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন ব্রিটেনে বাংলা মিডিয়ার জ্যেষ্ট সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী। মতিয়ার চৌধুরী বলেন স্বাধীনতা বিরোধী অপশক্তি শহীদদের সংখ্যা, স্বাধীনতার ঘোষক ইত্যাদি নিয়ে অপপ্রচারে লিপ্ত। আমরা যারা মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেছি আমাদের ঈমানী দায়িত্ব নবপ্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা। 
তিনি বলেন বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষনে স্বাধীনতার ঘোষনা দেন- ‘’এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। “ এর পরদিন থেকে গ্রামে গঞ্জে মানুষ যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। ২৫শে মার্চ দিবাগত রাত তথা ২৬শে মার্চ ১৯৭১ এর প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষনা করেন। এ ঘোষনাটি ইপিআর-এর নিকট পৌঁছানো হয় এবং তা ইপিআর বেতারের মাধ্যমে সারাদেশে প্রচার করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণাটি চট্টগ্রামেনোঙর করা একটি বিদেশী জাহাজের সেটেও ধরা পড়ে। শুনতে পানপাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ শাখার প্রধান মেজর সিদ্দিক সালিকও। এছাড়া এ বার্তাটি আরো কয়েকজন পেয়েছেন তারা হলেন, জালাল আহমেদ চট্রগ্রাম, মানিক চৌধুরী (হবিগঞ্জ) সিলেট- এখানে মানিক চৌধুরী বলতে হবিগঞ্জের কমান্ডেন্ট মানিক চৌধুরী, পাবনার ওসি আব্দুল হামিদ, পাকিস্তান পোষ্ট এন্ড টেলিগ্রাপডিপার্টমেন্ট কুষ্টিয়া।  

পরদিন অর্থাৎ ২৬শে মার্চ দুপুরে এ বার্তাটিই কালুরঘাট বেতার থেকে সর্বপ্রথম পাঠ করেন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এম এ হান্নান। তারপর বারবার ঘোষণাটি পড়ে শোনান অধ্যাপক আবুল কাশেম সন্দ্বীপ, ২৭শে মার্চ মেজর জিয়াকে দিয়ে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার এ ঘোষণাটি পাঠ করানোর জন্য তাকে কালুরঘাট বেতার কেন্দ্রে নিয়ে আসেন তৎকালীন চট্টগ্রামের বেতারকর্মী বেলাল মোহাম্মদ, অধ্যাপক মমতাজ উদ্দিন আহম্মেদ ও অধ্যাপক আবুল কাশেম সন্দ্বীপ । ২৭শে মার্চ বিকেলে কালুরঘাট বেতারথেকে মেজর জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন। তা হলোঃ আমি মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করছি। জয় বাংলা, এখানে উল্লেখ্য যে মেজর জিয়া জাতির পিতার পক্ষে স্বাধীনতার যে ঘোষনাটি পাঠ করেন ‘‘ তিনি পরিস্কার করে বলেছেন আমি মেজর জিয়া বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষনা পাঠ করছি। জিয়া জীবিতাবস্থায় কোনদিনই দাবী করেননি যে তিনি স্বাধীনতার ঘোষক।এ বিষয়ে তিনি পরিবর্তিতে তার একটি লিখায় উল্লেখ করেছেন কিভাবে তিনি জাতির জনকের পক্ষে স্বাধীনতার ঘোষনা পাঠ করেন।আর মেজর জিয়াকে দিয়ে স্বাধীনতার ঘোষনাটি পাঠ করানোর আরেকটি উল্লেখযোগ্য কারণও ছিল যেহেতু দেশব্যাপী প্রতিরোধ যুদ্ধশুরু হয়ে গেছে, মানুষের মনোবল যাতে অটুট থাকে একারণেই একজন আর্মি অফিসারকে দিয়ে ঘোষনাটি পাঠ করানোর ব্যবস্থা করেন বেতারকর্মিরা। ঘোষনা দেয়া আর পাঠ করা একই জিনিষ নয়।
সংগঠনের পক্ষ থেকে আলোচনায় আরো অংশ নেন সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট অধ্যক্ষ মোহাম্মদ শাহেদ রহমান, সহসভাপতি জামাল আহমদ খান, এ্যাসিসটেন্ট সেক্রেটারী সালেহ আহমদ, এ্যাসিসেটেন্ট সেক্রেটারী ডক্টর. আজিজুল আম্বিয়া, এ্যাসিসটেন্ট ট্রেজারার মির্জা আবুল কাশেম, ,ইভেন্ট এন্ড ফ্যাসেলিটিস সেক্রেটারী এ, রহমান অলি, সাবেক সহ সভাপতি ব্যারিষ্টার ইকবাল হোসেন, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইমরান আহমেদ, এছাড়া আলোচনায় আরো অংশ নেন কবি ফয়েজুর রহমান ফয়েজ, হাসান আহমেদ, মোঃ সুলতান আহমেদ, সালমান আহমেদ চৌধুরী,  মোঃ সুয়েজ মিয়া, আব্দুস সত্তার, সেলিম আহমদ, শাহ সোহেল আমিন প্রমুখ। জাতির জনক বঙ্গবন্ধু ও ১৫ই আগষ্টের শহীদান,  স্বাধীনতা যুদ্ধের ৩০ লক্ষ শহীদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজত করেন সংগঠনের টেজারার আশরাফুল হুদা। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্লোরিডায় চট্টগ্রাম কলেজের ৭৮ ব্যাচের  রি-ইউনিয়ন সম্পন্ন 

ফ্লোরিডায় চট্টগ্রাম কলেজের ৭৮ ব্যাচের  রি-ইউনিয়ন সম্পন্ন