আটলান্টিক সিটি, ২৫ মার্চ : গতকাল রোববার নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গৌর পূর্ণিমা উদযাপন উপলক্ষে ধর্মসভা ও হোলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।ওইদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির ১৪১১, পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পবিত্র গীতা থেকে পাঠ, হরিনাম সংকীর্তন, মালা জপ, সমবেত প্রার্থনা, ভজন, কীর্তন, হোলি খেলা ইত্যাদি।
উল্লেখ্য, ধর্মসভার কার্যক্রম সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলে। আটলান্টিক সিটির কৃষ্ণভক্তদের উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল। ধর্মসভায় প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহন করেন। কৃষ্ণভক্ত সুমন মজুমদার, প্রভীন ভিগ, সুপ্রীতি দে, তৃপ্তি সরকার, গংগা সাহা, সজল দাশ, মিনু নন্দী, রানা দাশ, ক্ষমা সরকার, সুমি মজুমদার, দীপা দে, পিকলু দাশ, সজল চক্রবর্তী, সোমা বিশ্বাস, বিউটি দাশ, সুনীল দাশ, লাকী চৌধুরী, সেন্টু সরকার প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহন করেন।
ধর্মসভা শেষে সবাই হোলি উৎসবে অংশগ্রহন করেন। ধর্মসভায় অংশগ্রহনকারীদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan