অ্যান আরবার, ৪ এপ্রিল : গতকাল বুধবার অ্যান আরবারে এক ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করার পর এক নারীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টায় ফুলার রোডের ২২০০ ব্লকে একটি বাসে ছুরিকাঘাতের খবর পেয়ে কর্মকর্তাদের ডাকা হয়। বুকে ক্ষতবিক্ষত অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে পুলিশ ৷ চিকিৎসকরা তাঁকে হাসপাতালে নিয়ে যান৷ তদন্তকারীরা জানিয়েছেন, বাসে ২১ বছরের এক যুবক ও ২৫ বছরের এক তরুণী একে অপরের সঙ্গে ধাক্কা খান। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ছুরি বের করে মহিলার বুকে আঘাত করে। এরপর তিনি পালিয়ে যান, কিন্তু কর্মকর্তারা ঘটনাস্থলের কাছে লোকটিকে খুঁজে পান এবং তাকে গ্রেপ্তার করেন। সন্দেহভাজন হামলাকারী গত সপ্তাহ ও সোমবার শহরে ছুরি নিয়ে অন্য হামলার সঙ্গে জড়িত ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
Source & Photo: http://detroitnews.com
 
                               
                               
                               
                                                                                                             
                                       
                                       
                                                                                                                      
                                       
                                       
                                       
                                       
                                       
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
                            
                       
     
 
 
  সুপ্রভাত মিশিগান ডেস্ক :
 সুপ্রভাত মিশিগান ডেস্ক :  
                                 
  
  
  
  
  
  
  
                            
                             
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                