মাধবপুর, (হবিগঞ্জ) ১০ এপ্রিল : মাধবপুরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উপজেলার সচ্ছতা মিলনায়তনে ৬০০ কৃষকের মাঝে ২০২৩-২০২৪ অর্থ বছরের খরিপ-১,২০২৪-২০২৫ মৌসুমে উপশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধান বীজ ও সার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আমি আগামী পাঁচ বছরে কোন সম্পত্তি করবো না ও আমার স্ত্রী সন্তানদের কোন সম্পত্তির মালিক হতে দিব না। আমার যত বরাদ্দ আসবে আপনারা সবাই তা জানবেন। আমি এমপি হিসেবে কত টাকা সম্মানি ভাতা পাই সেটাও আপনারা ইতোমধ্যেই জেনেছেন। মাধবপুর-চুনারুঘাট হবে বাংলাদেশের দ্বিতীয় আমের রাজধানী। চাপাইনবাবগঞ্জ ও নওগা যেমন আমের রাজধানী মাধবপুর -চুনারুঘাট হবে দেশের দ্বিতীয় আমের রাজধানী। আমি রাজশাহী, চাপাইনবাবগঞ্জ থেকে প্রায় ১ লক্ষ আমের চারা নিয়ে এসে দুই উপজেলায় রোপন করবো।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ,কৃষি কর্মকর্তা সজিব সরকার, উপজেলা আওয়ামীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র এসএম মুসলিম, শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান,মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan