ওয়ারেন, ১০ এপ্রিল : সিয়াম-সাধনার মাস রমজান শেষে আজ বুধবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্রে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ বিশ্ব নেতারা। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদ পালন করবে বাংলাদেশ।
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের মুসল্লিরা আজ সকালে ঈদের নামাজ আদায় করছেন। এছাড়া যুক্তরাজ্য, কানাডা, তুরস্ক, ইরান আজ বুধবার ঈদুল ফিতর উদযাপন করবে। ইউরোপ ও আমেরিকার অন্য দেশগুলোতেও ঈদ হবে আজ। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বুধবার (১০ এপ্রিল) উদযাপন করেছে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর। এসব দেশের মুসল্লিরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan