
ঈদ মিলন অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন তাদের পরিবার পরিজন নিয়ে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা প্রাণের উচ্ছ্বাসে ইনডোর আইল্যান্ড ওয়াটার পার্কের বিভিন্ন রাইডে চড়ে আনন্দে মেতে ওঠে, সুইমিং পুলে জলকেলিতে মেতে উচ্ছ্বাস প্রকাশ করে।
উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী সোনু ভাট এর মনোজ্ঞ পরিবেশনা “ঈদ মিলন” অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা প্রাণভরে উপভোগ করেন। অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের বিভিন্ন উপাদেয় খাবারে আপ্যায়িত করা হয়।

ঈদ মিলন অনুষ্ঠানে এসিএমএ সভাপতি আমের কাশ্মীরি, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজে কর্মকর্তা আব্দুর রহিম, বিনোদ ভেলোর, সোহেল মালিক, আবিদ কাইয়ুম,আসাদ চৌধুরী, মো. আলমগীর প্রমুখ উপস্হিত ছিলেন। কাউন্সিলম্যান এম আনজুম জিয়া “ঈদ মিলন” অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।