আটলান্টিক সিটি, ১৯ এপ্রিল : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ফুড ব্যাংক কার্যক্রমের আওতায় “খাদ্য ও গিফট কার্ড” সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম চলে। ‘ফুড ব্যাংক’ কার্যক্রম এর আওতায় শাকসব্জি, ফল, টিনজাত খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ও পঞ্চাশ ডলার মূল্যমানের গিফট কার্ড বিতরন করা হয়।
আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন এই 'ফুড ব্যাংক' কার্যক্রমে অংশ নেয়। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে “কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি”।
কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াসউদদীন পাঠান, মনিরুজামান মনির, বেলাল হোসেন, বেলালউদদীন,আব্দুর রহিম,আবু নসর, রওশনউদদীন, মোঃ নাসির প্রমুখের সার্বিক সহযোগিতায় ফুড ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক ফুড ব্যাংক এর কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan