নিউইয়র্ক, ২০ এপ্রল : গত ১৪ এপ্রিল, রবিবার নিউইয়র্কের জ্যামাইকার ইকরা কমিউনিটি সেন্টারে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এসএসসি '৯১ ইউ এস এ বন্ধুদের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩১ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
সংগঠনের সদস্য মুন্নী, জুনায়েদ, জুলি, মানিক, দিপুর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালায় ছিল পান্তা ইলিশ ভোজন, সংগীত অনুষ্ঠান, নৃত্য ও কৌতুক পরিবেশনা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন হাসি, লুসি ও ডোরা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুমন ও ভিক্টর। তাদের মনোজ্ঞ সংগীত পরিবেশনা সবাই প্রাণভরে উপভোগ করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইমরোজ, জাহিদ, তোফা, আশফাক। সমবেত কন্ঠে “এসো হে বৈশাখ, এসো এসো …” সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
দিনব্যাপী জম্পেশ আড্ডা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ, পান্তা ইলিশ এবং রকমারি উপাদেয় খাবার ভোজনের মধ্য দিয়ে নববর্ষের অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan