সিলেট, ২৪ এপ্রিল : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এর প্রশাসন ভবন-২ এ ডিজিটাল এটেনডেন্স সিস্টেম উদ্বোধন করেছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
বুধবার ২৪ এপ্রিল উদ্বোধন কালে ভাইস চ্যান্সেলর এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। সঠিক সময়ে অফিসে আগমন এবং প্রস্থান নিশ্চিতে আজকে এই ডিজিটাল এটেনডেন্স সিস্টেম চালু করা হলো। আমি বিশ্বাস করি সকলে মিলে কাজ করে আমরা বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আলমগীর কবির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, হিসাব পরিচালক সোহেল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবুর রহমান, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) তাজিম উদ্দিন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সহকারী রেজিস্ট্রার মো. জামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী শিশিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সহায়ক কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan