মাধবপুর (হবিগঞ্জ) ২৮ এপ্রিল : মাধবপুর পৌরসভার টোল আদায় কাজে বাধা প্রদান ও পৌরসভার কাউন্সিলরসহ কর্মকর্তা-কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কর্মবিরতি পালিত হচ্ছে।
পৌর পরিষদ ও পৌরসভা সার্ভিস এসোসিয়েশন, মাধবপুর পৌরসভার আয়োজনে কর্মবিরতি চলছে। রোববার পৌরসভার সামনে কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূতিতে অংশ নেন। পৌর সভার সচিব আমিনুল ইসলাম জানান বৃহস্পতিবার দুপুরে মাধবপুর গাবতলী সিএন জি ষ্ট্যন্ডে টোল আদায় কে কেন্দ্র করে হামলায় ঘটনায় কাউন্সিলর সহ কয়েকজন কর্মচারী আহত হন। এর পর থেকে কর্মবিরতির ডাক দেয় পৌর পরিষদ ও পৌর সভা সার্ভিস এসোসিয়েশন। পৌর সভার দাপ্তরিক কাজ বন্ধ রয়েছে। এতে করে সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েছে। পৌরসভার পরিছন্ন কর্মচারীর কর্মবিরতিতে থাকায় মাধবপুর বাজার সহ বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা জমে আছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan