আমেরিকা , বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের নাম পরিবর্তন চায় ইসলামী আন্দোলন দেশের সব মাদরাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ আমরা মিশিগানের জন্য বিজয় নিয়ে বাড়ি আসব : ট্রাম্প  হুইটমারের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, তবে গাড়ি শুল্ক থেকে পিছু হটেননি ইউনিভার্সিটি অব মিশিগানের ২২ শিক্ষার্থীর ভিসা, আইনি বসবাসের মর্যাদা বাতিল র‍্যাপ শিল্পী সাদা বেবি গ্রেপ্তার আজ ট্রাম্পের সাথে সাক্ষাত করবেন গভর্নর হুইটমার  মিশিগানের অন্তত ৫টি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ছাত্র ভিসা বাতিলের সাথে লড়াই করছে বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের কাছে বান্ধবীর কিশোরী মেয়েকে ধর্ষণ, ফ্লিন্টের এক ব্যক্তি যাবজ্জীবন কারাদন্ডের মুখোমুখি সাউথফিল্ডের প্লাম হলো মার্কেটে অগ্নিকাণ্ড ঢাকায় যাচ্ছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর-লুটপাটের ঘটনায় সারাদেশে গ্রেপ্তার ৪৯ ইউএম আন্তর্জাতিক ছাত্রের ভিসা 'বিনা নোটিশে' বাতিল ডেট্রয়েটে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার ডেট্রয়েট বিমানবন্দরে ডিয়ারবর্নের আইনজীবীকে আটকে জিজ্ঞাসাবাদ বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি শুল্ক ৩ মাস স্থগিতের অনুরোধ জানিয়ে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি গাজায় ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা বাংলাদেশের ডেট্রয়েটের গলিতে পোড়া গাড়ি থেকে তিন লাশ উদ্ধার

সাবেক কেন্দ্রীয় নেতা দেবতোষ চৌধুরীর প্রয়াণে শোক সভা

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ০১:০৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ০১:০৯:৫৩ অপরাহ্ন
সাবেক কেন্দ্রীয় নেতা দেবতোষ চৌধুরীর প্রয়াণে শোক সভা
সিলেট, ৪ মে : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি মন্ডলির সদস্য, সিলেট জেলা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেবতোষ চৌধুরীর প্রয়ানে আয়োজিত শোকসভায় বক্তারা বলেছেন, ‘তৃণমূল পর্যায়ে সমঅধিকার ও সমমর্যাদার লড়াইকে শক্তিশালী করেছিলেন অ্যাডভোকেট দেবতোষ চৌধুরী।’ শুক্রবার (৩ মে) বিকেল তিনটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাসের পরিচালনায় শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জয়ন্ত সেন দিপু।
বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব। শুরুতে প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
কবি রবিন্দ্রনাথ ঠাকুরের “তুমি রবে নীরবে” গানটি পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী প্রতিক এন্দ টনি। পরে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
প্রয়াতের স্মৃতির প্রতি শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব। শ্রদ্ধার্য পাঠ করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ। অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রয়াতের ছোট ভাই দেবাশীষ চৌধুরী সাগর।

শোকসভায় বক্তারা বলেন, সিলেট অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়কে তৃণমূল থেকে নেতৃত্ব দিয়ে সাংগঠনিক ভীত রচনা করেন অ্যাডভোকেট দেবতোষ চৌধুরী। তিনি জেলা বারে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
বক্তারা বলেন, অ্যাডভোকেট দেবতোষ চৌধুরী একজন দক্ষ পরীক্ষিত ও চৌকস নেতা ছিলেন। তিনি নিরলসভাবে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদকে নেতৃত্ব দেন। তারা বলেন, মহানাম সেবক সংঘসহ বহু ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দেন দেবতোষ চৌধুরী। প্রবাস জীবনেও তিনি ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
শোক সভায় প্রয়াত নেতা দেবতোষ চৌধুরীর প্রয়ানে গভীর শোক জ্ঞাপন করা হয় এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ, সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সিনিয়র আইনজীবী পি কে রায়, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলার সভাপতি আশু রঞ্জুর দাস, ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক ঘোষ, পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত।
শোক প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস পুরকায়স্থ, সিনিয়র অ্যাডভোকেট প্রহল্লাদ চন্দ্র দেব, পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, ঐক্য পরিষদ সিলেট মহানগরের সহ সভাপতি নিরমল কুমার সিনহা, পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সাবেক সভাপতি সুব্রত দেব, ঐক্য পরিষদ সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক জি ডি রুম, ঐক্য পরিষদ মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, অ্যাডভোকেট অরবিন্দ দাস গুপ্ত, এডভোকেট তামিনুল ইসলাম খান, বিশ্বনাথ উপজেলা ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ