আমেরিকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উইক্সম কারখানা বন্ধের কারণে ট্রাইবার টেকনোলজিসের ১৮৮ কর্মী ছাঁটাই হবে কওমী শিক্ষার্থীরা সুযোগ নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত আছি মাউন্ট ক্লেমেন্সে বাড়িতে অনুপ্রবেশ ও বিস্ফোরণ ঘটানোর  দায়ে কিশোর অভিযুক্ত  ৮০ ডিগ্রি তাপমাত্রার জন্য প্রস্তুত তো?  বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্টের সমর্থন বান্ধবীকে গুলি করে খুন : সন্দেহভাজন গ্রেফতার আন্তর্জাতিক ছাত্র ভিসা প্রত্যাহারের মামলায় যুক্তিতর্ক শুনেছেন ডেট্রয়েটের বিচারক  মিশিগানে পঞ্চম হাম আক্রান্ত রোগী শনাক্ত ওয়েইন স্টেট পুলিশ আরব ও মুসলিম শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি করছে ডেট্রয়েট একাডেমির রোবোটিক্স দল 'বিশ্ব মঞ্চে' পৌঁছেছে মিশিগানে ভুয়া সরকারি ওয়েবসাইট ব্যবহার করে টোল স্ক্যাম  সাউথফিল্ড গ্যাস স্টেশনে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হাজারো প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আজ পহেলা বৈশাখ, স্বাগত বাংলা ১৪৩২ চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থান করলে বাধ্যতামূলক নিবন্ধন, অমান্য করলে শাস্তি ডেট্রয়েট সিটি কাউন্সিল ৩ বিলিয়ন ডলারের বাজেট পাস করেছে পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক ডেট্রয়েটের সহিংস অপরাধের শিকারদের সম্মানে ভিজিল ইংকস্টারে ট্রাক থেকে গুলিবিদ্ধ দুই লাশ উদ্ধার

সাবেক কেন্দ্রীয় নেতা দেবতোষ চৌধুরীর প্রয়াণে শোক সভা

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ০১:০৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ০১:০৯:৫৩ অপরাহ্ন
সাবেক কেন্দ্রীয় নেতা দেবতোষ চৌধুরীর প্রয়াণে শোক সভা
সিলেট, ৪ মে : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি মন্ডলির সদস্য, সিলেট জেলা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেবতোষ চৌধুরীর প্রয়ানে আয়োজিত শোকসভায় বক্তারা বলেছেন, ‘তৃণমূল পর্যায়ে সমঅধিকার ও সমমর্যাদার লড়াইকে শক্তিশালী করেছিলেন অ্যাডভোকেট দেবতোষ চৌধুরী।’ শুক্রবার (৩ মে) বিকেল তিনটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাসের পরিচালনায় শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জয়ন্ত সেন দিপু।
বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব। শুরুতে প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
কবি রবিন্দ্রনাথ ঠাকুরের “তুমি রবে নীরবে” গানটি পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী প্রতিক এন্দ টনি। পরে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
প্রয়াতের স্মৃতির প্রতি শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব। শ্রদ্ধার্য পাঠ করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ। অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রয়াতের ছোট ভাই দেবাশীষ চৌধুরী সাগর।

শোকসভায় বক্তারা বলেন, সিলেট অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়কে তৃণমূল থেকে নেতৃত্ব দিয়ে সাংগঠনিক ভীত রচনা করেন অ্যাডভোকেট দেবতোষ চৌধুরী। তিনি জেলা বারে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
বক্তারা বলেন, অ্যাডভোকেট দেবতোষ চৌধুরী একজন দক্ষ পরীক্ষিত ও চৌকস নেতা ছিলেন। তিনি নিরলসভাবে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদকে নেতৃত্ব দেন। তারা বলেন, মহানাম সেবক সংঘসহ বহু ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দেন দেবতোষ চৌধুরী। প্রবাস জীবনেও তিনি ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
শোক সভায় প্রয়াত নেতা দেবতোষ চৌধুরীর প্রয়ানে গভীর শোক জ্ঞাপন করা হয় এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ, সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সিনিয়র আইনজীবী পি কে রায়, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলার সভাপতি আশু রঞ্জুর দাস, ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক ঘোষ, পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত।
শোক প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস পুরকায়স্থ, সিনিয়র অ্যাডভোকেট প্রহল্লাদ চন্দ্র দেব, পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, ঐক্য পরিষদ সিলেট মহানগরের সহ সভাপতি নিরমল কুমার সিনহা, পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সাবেক সভাপতি সুব্রত দেব, ঐক্য পরিষদ সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক জি ডি রুম, ঐক্য পরিষদ মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, অ্যাডভোকেট অরবিন্দ দাস গুপ্ত, এডভোকেট তামিনুল ইসলাম খান, বিশ্বনাথ উপজেলা ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে কাউন্সিল এট লারজ প্রার্থী সোহেল আহমদের সমর্থনে নির্বাচনী সমাবেশ

আটলান্টিক সিটিতে কাউন্সিল এট লারজ প্রার্থী সোহেল আহমদের সমর্থনে নির্বাচনী সমাবেশ