মাধবপুর (হবিগঞ্জ) ৮ এপ্রিল : মাধবপুরে একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী অফিসারের নাম ভাঙ্গিয়ে মোবাইল ফোনে বিভিন্ন লোকজনের কাছে রাইছ মিল, স’মিল মালিকদের সম্পর্কে তথ্য চাওয়া ও টাকা দাবির অভিযোগ উঠেছে ।
এ ব্যাপারে আজ মঙ্গলবার (৭ মে) উপজেলা নির্বাহী অফিসার তার অফিসিয়াল ফেসবুক আইডিতে সতর্কতামূলক পোস্ট দিয়ে জনসাধারণকে এ ধরনের ফোন পেয়ে বিভ্রান্ত না হয়ে প্রতিহত করার আহবান জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল মোবাইল ফোন (০১৭৩০-৩৩১১৩২) থেকে কারো কাছে এরকম কোনো ফোন করা হয়নি মর্মেও তিনি নিশ্চিত করেছেন।
মাধবপুরের উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল জানান, এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে কাউকে শনাক্ত করা যায়নি। তবে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে প্রশাসন। শীঘ্রই এ বিষয়ে থানায় জিডি করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan