জাতিসত্তার সুন্দরতম প্রকাশের সবচেয়ে বড় উৎসবটি ঘিরে শুধু মিশিগানই নয়, যুক্তরাষ্ট্র জুড়ে প্রবাসী বাঙালিদের মধ্যে রং ছড়িয়েছে। চলছে নববর্ষ আবাহনের কর্মযজ্ঞ। আগামী শনিবার বাঙ্গালি সংস্কৃতির চিরায়ত এ ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্ষবরণ উপলক্ষে যুক্তরাষ্ট্রের অন্যান্য স্থানের মতো মিশিগানের শিব মন্দির টেম্পল অব জয়, ডেট্রয়েট দুর্গা টেম্পল এবং মিশিগান কালিবাড়ি বর্ণাঢ্য সব অনুষ্ঠানের আয়োজন করেছে। বর্ষ বরণের নানা অনুষ্ঠানের মধ্যে রয়েছে আবৃত্তি, সমবেত সঙ্গীত, একক সঙ্গীত, নৃত্য ও ম্যাগাজিন অনুষ্ঠানসহ আরও অনেক কিছু।

শিব মন্দির টেম্পল অব জয় ॥ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে শিব মন্দিরের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এবার বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে শনিবার বর্ণাঢ্য সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনে থাকছে মঙ্গল শোভাযাত্রা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে অংশ নেওয়া সকলের পরনে থাকবে লাল-সাদার পাশাপাশি বাহারি রঙের নকশাদার পোশাক। পরিবেশনাকে সুন্দরভাবে উপস্থাপনের লক্ষ্যে উইকেন্ডেতে হয়েছে মহড়া। সকালে গনেশ পূজার মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হবে।
কালি বাড়ি॥ পহেলা বৈশাখ উপলক্ষে নাচ-গানে সজ্জিত বৈচিত্র্যময় অনুষ্ঠানের আয়োজন করেছে ওয়ারেন সিটির মিশিগান কালিবাড়ি। বর্ষবরণ উপলক্ষে থাকছে বাঙ্গালী ঐতিহ্যের নানা আয়োজন। আগামী শনিবার দুপুর ১টায় শ্রীশ্রী গনেশ পূজার মধ্য দিয়ে শুরু হবে বাংলা বর্ষবরণের বর্ণাঢ্য অনুষ্ঠান। বৈশাখ আর রকমারি খাবার যেন এক সূত্রে গাঁথা। তাই আয়োজনে থাকছে নানা পদের বাহারি খাবার।

ডেট্রয়েট দুর্গা টেম্পল ॥ বর্ষবরণ উৎসবকে প্রাণের উচ্ছাসে মাতাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ডেট্রয়েট দুর্গা টেম্পল। নতুন বছরকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে আগামী শনিবার বর্ণাঢ্য সব আয়োজনে রয়েছে শ্রীশ্রী গনেশ পূজা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ছাড়াও একক সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন কলকাতার শিল্পী কোকিলা দত্ত। এছাড়াও রয়েছে র্যাফেল ড্র এবং বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান।