আমেরিকা , শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্ক থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকির মুখে ফার্নডেল ফুটবল ম্যাচ স্থগিত হাওয়েল নেচার সেন্টারে গাছ পড়ে বালকের মৃত্যু ওয়ারেনে বান্ধবীর বাড়িতে আগুন ও ২ বিড়াল হত্যা, যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠল লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় ব্যাটল ক্রিকের যুবক নিহত  লেবাননের সমর্থনের ডিয়ারবর্নে শত শত মানুষের সমাবেশ, যুদ্ধবিরতির দাবি কিশোরীকে আদালতে ‍ঘুমানোর কারণে শাস্তি দেওয়া সেই বিচারককে পুনরায় নিয়োগ আখাউড়া স্থলবন্দরে সাড়ে ৭ ঘণ্টা অপেক্ষার পর ভারতে গেল ৭ টন ইলিশ স্টেলান্টিস স্টার্লিং হাইটসে টেম্পস এবং পূর্ণ-সময়ের কর্মীদের ছাঁটাই করেছে ডেট্রয়েট নদীতে সাঁতরে পার হওয়ার সময় এক ব্যক্তিকে রক্ষা করেছেন জেডব্লিউ ক্রুরা মেইজার স্টোরে ক্ষতিকারক গ্যাস ছড়িয়ে চুরি : এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ যোগ্যতার আগেই ভোট দিতে নিবন্ধিত হচ্ছে মিশিগানের কিশোর-কিশোরীরা মিশিগানের ডিএমসি হাসপাতালে রক্তের রোগের  জন্য নতুন জিন চিকিৎসা শুরু সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী আর নেই চেবয়গানে ৭০টি গাড়ি ভাঙচুরের ঘটনায় দুই কিশোর গ্রেফতার অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ, পোর্ট হুরন পুলিশের হাতে গ্রেফতার ৩ দিনাজপুরে বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি কক্সবাজারে সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তা নিহত শীর্ষ ৫০টি কলেজের মধ্যে স্থান পেয়েছে ইউডিএম হ্যামট্রাম্যাকের মুসলিম মেয়র ট্রাম্পকে সমর্থন করেছেন, গাজায় যুদ্ধবিরতি চান

প্রেমের কবির জন্মজয়ন্তী আজ

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৪ ০৫:০৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৪ ০৫:০৩:০৭ পূর্বাহ্ন
প্রেমের কবির জন্মজয়ন্তী আজ
চট্টগ্রাম, ২৪ মে : প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ছিলেন চিরপ্রেমের কবি। তিনি যৌবনের দূত। তিনি প্রেম চেয়েছিলেন, প্রেম নিয়েছিলেন, প্রেম দিয়েছিলেন। মূলত তিনি বিদ্রোহী, কিন্তু তার প্রেমিক রূপটিও প্রবাদপ্রতিম। তাই মানুষটি অনায়াসেই বলতে পারেন, আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়। 
সদ্য স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত সফরে গিয়ে তাঁর প্রথম চাওয়া কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে কবির জন্মদিন পালন করা। তিনি তাই করলেন। ১৯৭২ এর ২৪ মে কবিকে ঢাকায় নিয়ে এসে জাতীয় ও আন্তর্জাতিক মর্যাদায় জন্মোৎসব পালন করলেন। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় ১৯৭৪ সনে। কিন্তু যার কোন দালিলিক স্বীকৃতি এখনো দেয়া হয়নি। বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ খ্রিষ্টাব্দের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তনে তাকে এই উপাধি প্রদান করা হয়। ১৯৭৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারিতে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। 
ভারতে একটি দৈনিক পত্রিকার হেডলাইন ছিল - "কলকাতায় নজরুলকে এক কাপ চা দেওয়ার কেউ ছিলনা, বাংলাদেশ নজরুলকে সব দিয়েছে" - 
কাজী নজরুল ইসলামকে স্থায়ী বাসস্থান দিয়েছেন সদ্য ভূমিষ্ঠ হওয়া রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধানমন্ডিতে যে বাড়ি দিয়েছেন ভারতীয় মুদ্রায় তার দাম ২০০ কোটি টাকা। সর্বক্ষণের জন্য সেবা থেকে শুরু করে গাড়ি পরিষেবা সব দিয়েছেন। জাতীয় কবি করেছেন। যেদিন তার জন্মদিন পালিত হয় বাংলাদেশে অন্তত ১০টি রাষ্ট্রের রাষ্ট্রনায়ক সামিল হন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্হ করা হয়। যার জানাজায় সবথেকে বেশি লোক সমাগম হয়েছে। মৃত নজরুলকে বাঁচানোর জন্য যা যা করার বাংলাদেশ তাই তাই করেছে। কোলকাতায় তো সকালবেলায় এক কাপ চা দেওয়ার কেউ ছিল না। বাংলাদেশ চেষ্টা করছে তাঁর জন্মদিনটি আন্তর্জাতিক সম্প্রীতি দিবস হিসাবে পালন করতে। আর আমরা এপারের অখাদ্যরা নজরুলের লাশের জন্য মায়াকান্না করলাম। হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছিলেন যে, আমাদের অভিমান থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রসারিত হৃদয় ও দায়িত্ববোধের তারিফ করতেই হয়। এপার বাংলা নজরুলকে নিয়ে ব্যবসা বা মায়াকান্না ছাড়া কিছুই করেনি। 
নজরুল ইসলামকে স্থায়ী ভাবে বাংলাদেশে নিয়ে আসার মনোবাসনা ছিল তবে তা প্রথমে প্রকাশ করেনি। কিছুদিন পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কবি পরিবারের কাছে মনোবাসনা প্রকাশ করলে কবি পরিবারের উত্তর ছিল- কবি ভারতের চেয়ে বাংলাদেশে অনেক ভাল আছেন, আগের চেয়ে অনেক বেশি সুস্থ বোধ করছেন, বাংলাদেশেই তাঁর বাকী জীবনটা কাটুক। 
এখন আমরা ভারতে যাই সুচিকিৎসা নিতে, আর আজ থেকে ৫২ বছর আগে যুদ্ধবিধ্বস্ত, সদ্য স্বাধীন একটি রাস্ট্রে একজন চলন-বলন শক্তিহীন মানুষ ধীরেধীরে সুস্থ বোধ করছেন! নজরুল পরিবারের অনুভূতির সেই বাংলাদেশ কি এখন আছে? 
২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতাল ( বতর্মান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল) এ কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তর পার্শ্বে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। বাংলাদেশ কবিকে অনেক কিছু দিয়েছেন তারপরও বলব দালিলিক স্বীকৃতি চাই। আজ কবির ১২৫তম জন্মদিনে এটি কবিপ্রেমীদের, সর্বসাধারণের দাবী নয় আবদার। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েট রিভারে পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ

ডেট্রয়েট রিভারে পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ