নিহত হাফেজ মোঃ আব্দুল্লাহ
মাধবপুর (হবিগঞ্জ) ৯ জুন : মাধবপুরে মোটরসাইকেলে করে মাদ্রাসায় ছেলে মেয়েকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় ছেলে হাফেজ মোঃ আব্দুল্লাহ (১১) ঘটনাস্থলে নিহত হয়েছেন। মেয়ে হাফেজা মীম ও বাবা ইন্জিনিয়ার মাহবুর রহমান গুরুতর আহত হয়ে ব্রাহ্মনবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন। আজ রোববার সকালে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়া সাহেব বাড়ী গেইটের কাছে এমর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায় নোয়াপাড়া এলাকায় অবস্থিত এস এম কোম্পানির এজিএম ইন্জিনিয়ার মাহবুব রহমান সকালে কোম্পানি কোয়ার্টার থেকে মোটরসাইকেলে করে ছেলে-মেয়ে দুজনকে নিয়ে মাদরাসা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে আব্দুল্লাহ ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। বাবা-মেয়ে দুজন গুরুতর আহত হয়। নিহত আব্দুল্লাহ মরদেহ তাদের গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান বিষয় টি আমার জানা নেই। খবর নিয়ে দেখছি।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan