সিলেট, ২২ জুন : শাহাজালাল (রঃ) মাজারে শিরনী বিতরণ অব্যাহত রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
বৃহস্পতিবার (২০ জুন) রাতে স্বপরিবারে মাজারে এসে দর্শনার্থী, ভিখারি ও মাজারে বসবাসরত এতিম অসহায়দের হাতে শিরনী তুলে দেন।
শিরনী বিতরণ শেষে মাজার জিয়ারত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোটবোন শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের শাহাদাৎ বরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। তছাড়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজত করেছেন বলে জানান অধ্যাপক ডা.স্বপ্নীল।
এসময় উপস্থিত ছিলেন, শাশুড়ী শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, স্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেটিনা বিভাগের অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী কন্য অধ্যাপক ডা.নুজহাত চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যরা। ডা.স্বপ্নীল প্রতিমাসে শাহজালাল মাজারে শিরনী বিতরণ করেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan