মাধবপুর, (হবিগঞ্জ) ২৭ জুন : মাধবপুর পুলিশ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তিন নারীকে আটক করেছে। বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৮ টায় মাধবপুর থানার মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশীষ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মনতলা তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর এলাকার মোশারফ মিয়ার কন্যা জেসমিন আক্তার (৪০), হোসেন মিয়ার কন্যা শারমিন আক্তার (২৫) ও রাব্বি মিয়ার কন্যা সাজেদা বেগম (৬৫) কে আটক করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan