আমেরিকা , মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪ , ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেসিডেন্ট বাইডেন মিশিগানে জিততে পারেন : হুইটমার হুরন-ক্লিনটন মেট্রোপার্কগুলি আধুনিক হচ্ছে একটি যুগের সমাপ্তি : হ্যামট্রাম্যাকের সেন্ট ল্যাডিসলাস চ্যাপেল বন্ধের আগে সমাবেশ চতুর্থ জুলাই ছুটির দিনে হ্রদে টহল বাড়াবে ওকল্যান্ড কাউন্টি শেরিফ ফিলিস্তিনিপন্থী ছাত্রদের বিক্ষোভে এমএসইউ’র বোর্ড মিটিং ব্যাহত বাজেট অনুমোদন : শাটডাউন এড়ালো ডিয়ারবর্ন হাইটস সিলেট-সুনামগঞ্জে আবারও বন্যার শঙ্কা ফেডারেল স্বাস্থ্যসেবা জালিয়াতি :  মিশিগানের ৭জন অভিযুক্ত পশ্চিম মিশিগানের বাসিন্দা শিশু পর্ণ মামলায় অভিযুক্ত ডার্ক ওয়েবে মাদক বিক্রি : ডেট্রয়েট বাসিন্দার কারাদন্ড গাড়ি ও ক্রেডিট কার্ড চুরির ঘটনায় ৫ কিশোর গ্রেফতার হিলসডেল কাউন্টির ডেপুটিকে গুলি করে হত্যা  বাজেট নিয়ে অচলাবস্থা শাটডাউনের মুখে ডিয়ারবর্ন হাইটস ঠান্ডায় জমে ছেলের মৃত্যুতে মায়ের দুই বছরের প্রবেশন সাজা মিশিগান হাউসে বেকারত্ব ভাতা ২০ সপ্তাহ  থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করার পক্ষে ভোট এমএসপি হেলিকপ্টারে লেজার ফ্ল্যাশ করার অভিযোগে ১ জন গ্রেপ্তার  ডেট্রয়েটের প্রথম তিনটি 'সৌর পাড়া' ঘোষণা করেছেন মেয়র তরুণীকে পতিতাবৃত্তিতে বাধ্য করায় ওয়ারেন বাসিন্দার কারাদন্ড ইস্টপয়েন্টে প্রেমিকা নিয়ে দুই প্রেমিকের দ্বন্দ্বে গুলি : গ্রেপ্তার ২ মাদক বিক্রির দায়ে হার্টফোর্ড পুলিশ প্রধানের কারাদণ্ড

আটলান্টিক সিটিতে রথযাত্রার মহাযজ্ঞ

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৪ ০১:৫০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৪ ০১:৫০:৫৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে রথযাত্রার মহাযজ্ঞ
আটলান্টিক সিটি, ৩০ জুন : খিল ধরা দুপুরে সূর্য দেবতাকে মাথার ওপর রেখে ঊনত্রিশ  জুন, শনিবার ভক্তকুলের পদচারণায় মুখরিত হয়েছিল আটলান্টিক সিটির ঐতিহাসিক বোর্ডওয়াক। অদূরের আটলান্টিক মহাসাগর থেকে ধেয়ে আসা ঊর্মিমালার শব্দ তরঙ্গকে ছাপিয়ে ইথারে ভেসে আসছিল হরিনাম সংকীর্তনের সুললিত সুর, ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’। অদ্ভুত এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়ে মনপ্রাণ। আর এসবের উপলক্ষ জগন্নাথ দেবের রথযাত্রা, যার আয়োজক নিউ জার্সির প্লেইনফিল্ডের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও কালচারাল সেন্টার ।

মেঘে মেঘে বেলা বাড়ে, পায়ে-পায়ে বাড়ে ভক্ত কুলের ভিড়। দুপুর ২টার পর রথের দড়িতে ভক্ত কুলের হাতের আলগা টান পড়তেই সচল হয় রথের চাকা। সঙ্গে সঙ্গে ঢোল-খোল, মৃদঙ্গের আওয়াজের সঙ্গে তাল মিলিয়ে হাজারো কণ্ঠের সম্মিলিত কোরাসে ধ্বনিত-প্রতিধ্বনিত হতে থাকে ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’, আর তা অপূর্ব এক সুর মূর্ছনার সৃষ্টি করে।

বোর্ডওয়াকের নিউজার্সি অ্যাভিনিউ থেকে শুরু হওয়া রথের গন্তব্যস্থল ছিল কেনেডী প্লাজা। ধীর গতিতে রথ এগিয়ে চলে, তার সঙ্গে তাল মিলিয়ে ভক্তদের কাফেলা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। বোর্ডওয়াকে বেড়াতে আসা মার্কিনীরাসহ ভিনদেশি পর্যটকেরা নান্দনিক এই আয়োজনে অভিভূত হয়ে পড়ে। তাদের চলার গতি যায় থেমে। আনন্দ-উচ্ছ্বাসে কেউ কেউ শরিক হয় রথের কাফেলার সঙ্গে। শুদ্ধ-অশুদ্ধ উচ্চারণের সংমিশ্রণে তারা হরিনাম সংকীর্তনে কণ্ঠ মেলায়। আবেগ-উচ্ছ্বাস-আনন্দে ভক্ত কুল নেচে-গেয়ে একাকার হয়ে যায়। রথ টানতে টানতে কাফেলার মাঝে বিতরণ হতে থাকে হরেক পদের ফল-ফলাদি ও মিষ্টিসহ হরেক রকমের উপাদেয় প্রসাদ। পথ চলতি বিদেশিরাও তা থেকে বাদ পড়েন না।

রথের চাকা ঘুরতে ঘুরতে এক সময় তা এসে থামে কেনেডী প্লাজায়, যেখানে আগে থেকেই চলছিল অন্যরকম এক মহাযজ্ঞ। উন্মুক্ত মঞ্চে হরিনাম সংকীর্তন, ধর্মীয় সংগীত পরিবেশনের পাশাপাশি চলছিল মহাপ্রসাদ বিতরণ। জাতি-ধর্ম নির্বিশেষে সবাই এই অনুষ্ঠান উপভোগ করে ও সঙ্গে সঙ্গে মহাপ্রসাদ গ্রহণ করে উদরপূর্তিও করে। ভিন্ন সংস্কৃতির লোকজনকেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মহাপ্রসাদ গ্রহণ করতে ও তৃপ্তির ঢেকুর তুলতে দেখা যায়। তাদের অনেককে আগ্রহভরে এই রথযাত্রা সম্পর্কে ধারণা নিতে এবং মন্ত্র জপতেও দেখা যায়। 

এই রথযাত্রার বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জগন্নাথ দেবের পূজার্চনা, হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনা করে প্রার্থনা, সংগীত ইত্যাদি।আটলান্টিক সিটিতে ২০০৬ সাল থেকে এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। দিনে দিনে এর কলেবর বৃদ্ধি পাচ্ছে। মেঘে মেঘে বেলা বাড়ে। আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিগন্তে দিবাকর হেলতেই সাঙ্গ হয় রথযাত্রার মহাযজ্ঞ। রথযাত্রার টুকরো টুকরো অনেক হিরণ্ময় ছবির কোলাজ অন্তরে ধারণ করে ভক্তকুল ফিরে যায় আপন নীড়ে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাংলা প্রেসক্লাব মিশিগানের নব-নির্বাচিত কমিটির  প্রথম সভা অনুষ্ঠিত

বাংলা প্রেসক্লাব মিশিগানের নব-নির্বাচিত কমিটির  প্রথম সভা অনুষ্ঠিত