ওয়ারেন, ২ জুলাই : বাংলা প্রেসক্লাব মিশিগানের নব নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জুলাই) সকাল ১১টার দিকে ১২ মাইল রোডের কাছে রায়ান রোডে এই সভা অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি শামীম আহসান। সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা ক্লাবের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার জন্য কমিউনিটির সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উল্লেখ্য যে, ২০২১ সালে গঠিত বাংলা প্রেসক্লাব মিশিগান অত্যন্ত সুশৃঙ্খল ভাবে পরিচালিত হচ্ছে এবং ইতিমধ্যে গঠনতন্ত্র অনুযায়ী ধারাবাহিক ভাবে তিনটি কমিটি উপহার দিতে সক্ষম হয়েছে। প্রেসক্লাবের নিবেদিত প্রাণ সদস্যরা, পেশাগত দক্ষতার জন্য কমিউনিটিরও আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan