আমেরিকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনা : ওয়েইন কাউন্টির স্লেজিং হিল বন্ধ করে দেওয়া হয়েছে মিশিগানের সর্বকালের তুষারপাতের  রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে ক্যান্টন এবং ওয়েইনে পুলিশের অভিযান : মেথসহ ১ জন গ্রেফতার  ডেট্রয়েট ২ ব্যক্তির বিরুদ্ধে ২৫টিরও বেশি গাড়ি চুরির অভিযোগ  ঝিনাইদহে শীর্ষ চরমপন্থি নেতা হানিফসহ ৩ জনকে গুলি করে হত্যা ক্লিনটনে ডোনাট স্টোরের কর্মীর গুলিতে এক সশস্ত্র ডাকাত নিহত ম্যাকম্ব টাউনশিপে গ্যাস স্টেশনে ডাকাতি, ৫ জন গ্রেফতার গৌরব-প্রেরণার একুশ আজ জেনেসি কাউন্টির ডেপুটি বরখাস্ত হ্যাজেল পার্কে ইন্টারস্টেট ৭৫-এ দুর্ঘটনায় টেক্সাসের এক নারী নিহত বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি নোয়াখালীতে মাজারে হামলা-ভাঙচুর  মধ্যরাতে ঢাকায় যৌথবাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২ সাউথফিল্ড হোটেলে কিশোর হত্যার তদন্ত থমকে গেল মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ড. শাহীন হাসান সাউথফিল্ড ফ্রিওয়েতে রোলওভার দুর্ঘটনায় চালকের মৃত্যু করের অর্থে ট্রাম্পের অভিষেকে যোগ দেন হ্যামট্রাম্যাকের মেয়র ও তিন কাউন্সিলম্যান টরেন্টো বিমানবন্দরে যাত্রীসহ উল্টে গেল ডেল্টা জেট, আহত ১৮ মিশিগানে কনজ্যুমারস এনার্জি প্ল্যান্টে আগুন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে স্টার্লিং হাইটস

বিএসএমএমইউতে লিভার উৎসব উদযাপিত

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৪ ০৪:৪৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৪ ০৪:৪৫:০৯ পূর্বাহ্ন
বিএসএমএমইউতে লিভার উৎসব উদযাপিত
সিলেট, ৮ জুলাই : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রবিবার (৭ জুলাই)  বিশ্ববিদ্যালয়টির সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে দিনব্যাপি ‘তৃতীয় বিএসএমএমইউ লিভার উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয় । উল্লেখ্য ২০২১ সালের ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক আদেশবলে এই ডিভিশনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এই উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী প্রদান করেছেন। রাষ্ট্রপতি তার বানীতে লিভারের বিভিন্ন রোগের ব্যয়বহুল ও জটিল চিকিৎসাসুমহ এই ডিভিশনের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারন মানুষের দোড়গোড়ায় পৌছে যাবে বলে আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তার বাণীতে লিভার রোগসহ অন্যান্য রোগের বিষেশায়িত চিকিৎসাসেবার উন্নয়নের তার সরকারের গৃহীত কর্মসূচিগুলোর কথা উল্লেখ্য করে এদেশে লিভারের আধুনিক চিকিৎসাপদ্ধতিগুলো প্রচলনে দেশের লিভার বিশেষজ্ঞ এবং এই ডিভিশনের চিকিৎসকদের প্রশংসা করেন পাশাপাশি তিনি ন্যাসভ্যাকসহ চিকিৎসা বিজ্ঞানের গবেষনায় এই ডিভিশনের চিকিৎসকরা যে ভূমিকা রাখছেন, সেই বিষয়গুলো তার বাণীতে তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নিশ্চয়ই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ অর্জনে সক্ষম হব। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দুজনই তাদের নিজ নিজ বানীতে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ তৃতীয় বিএসএমএমইউ লিভার উৎসবে কিউবা, জাপান, ভারত ও তুরস্ক থেকে বেশ কয়েকজন লিভার বিশেষজ্ঞ ও চিকিৎসাবিজ্ঞানী অংশ গ্রহন করেন। এছাড়াও সারাদেশ থেকে লিভার বিশেষজ্ঞ, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ও হেপাটোবিলিয়ারি সার্জনরা উৎসবে যোগ দেন। উৎসবের ফ্যাকাল্টি এবং অংশগ্রহনকারীদের মধ্যে আরো ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ইস্টওয়েষ্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা কাউন্সিল এবং ন্যাশনাল ইন্সিটিউট অব বায়োটেকনোলোজির শিক্ষক ও গবেষকবৃন্দ।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে দেশের লিভার চিকিৎসার প্রসার ও গবেষনায় অল্প সময়ে ডিভিশনটি যে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে তার প্রশংসা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানটিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মোঃ নুরুল হক।
ডিভিশনটির তৃতীয় বর্ষপূর্তির কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে ভাইস চ্যান্সেলর লিভারসহ চিকিৎসা বিজ্ঞানের গবেষনায় তার নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় সামনের দিনগুলোতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী অধ্যাপক ড. জাফর ইকবাল, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ, এসোসিয়েশন ফর দ্যা ষ্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমান এবং কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ এজাজুল হক।
এর আগে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল অনুস্ঠানে স্বাগত বক্তব্য ৱাখেন।
উৎসবে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা ও বিশেষ কৃতিত্ব অর্জন করায় কয়েকজন লিভার বিশেষজ্ঞকেও ডিভিশনটির পক্ষ থেকে সন্মানিত করা হয়। বিজ্ঞান গবেষনায় অবদান রাখায় কিউবার সরকার কর্তৃক ‘অর্ডার, কার্লোস জে. ফিনলে’ প্রাপ্তির জন্য ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর, ইন্টারভেনশনে অবদান রাখায় অধ্যাপক ডা. সেলিমুর রহমান, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্তিতে অধ্যাপক ডা. মোঃ এজাজুল হক, সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার’স ইউমেন ইন হেপাটোলজির সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় ডা. রোকসানা বেগম এবং স্বাধিনতা চিকিৎসক পরিষদ, পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হওয়ায় ডা. বিপ্লব কুমার সাহাকে সম্মাননা জানানো হয়।
 উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনটি লিভার চিকিৎসায় সর্বাধুনিক ইন্টারভেনশনগুলোর প্রচলন করেছে। এরই মধ্যে ডিভিশিনটিতে লিভার সিরোসিসের চিকিৎসায় হেপাটিক ভেনাস প্রেশার গ্রেডিয়েন্ট ও ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট (টিপস), লিভার ফেইলিওরের জন্য মুজিব প্রটোকল (প্লাজমা এক্সচেঞ্জ) ও লিভার ডায়ালাইসিস (হেমোফিলট্রেশন) এবং লিভার ক্যান্সারের চিকিৎসায় রেডিওফ্রিকুয়েন্সি এব্লেশন (আরএফএ), ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন  (টেইস) ও ইমিউনথেরাপি চালু করা হয়েছে।
ডিভিশনটিতে পাশপাশি লিভার বিষয়ক গুরুত্বপূর্ণ গবেষনা কার্যক্রমও পরিচালিত হচ্ছে। এখানে বাংলাদেশ, কিউবা ও জাপানের চিকিৎসা বিজ্ঞানীদের যৌথ উদ্ভাবিত হেপাটাইটিস বি’র নতুন ওষুধ ন্যাসভ্যাকের একটি ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। লিভার ক্যান্সার চিকিৎসায়ও ডিভিশনটিতে একাধিক গবেষনা বর্তমানে চালু রয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্টওয়েষ্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা কাউন্সিল এবং ন্যাশনাল ইন্সিটিউট অব বায়োটেকনোলোজির গবেষকদের সাথে যৌথভাবে ডিভিশনটিতে ফ্যাটি লিভার, লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের চিকিৎসার নানারকম দেশীয় ভেষজ ওষুধ ও প্রোবায়োটিকের গবেষনা কার্যক্রম চলমান রয়েছে। অদুর ভবিষ্যতে এখানে ট্রান্সপ্ল্যান্ট হেপাটোলজির উপর একটি ফেলোশিপ প্রোগ্রাম চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ইতিমধ্যেই এ বিষয়ে অনুমোদন প্রদান করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওরসকে কেন্দ্র করে মাধবপুরে বিএনপির দুই গ্রুপের  সংঘর্ষে আহত ২০ 

ওরসকে কেন্দ্র করে মাধবপুরে বিএনপির দুই গ্রুপের  সংঘর্ষে আহত ২০