চট্টগ্রাম, ১১ জুলাই : আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ. অষ্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত লায়ন্স ইন্টারন্যাশনাল এর কনভেনশন যোগদান শেষে সোমবার ৮ জুলাই দেশে ফিরলে চট্টগ্রাম হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা  জানানো হয়েছে। পরে  র্যালি সহকারে সিএলএফ এর হালিমা-রোকেয়া হলে রিসিপশন কমিটি, জেলা এবং সর্বস্থরের লায়ন নেতৃবৃন্দের গ্র্যান্ড রিসিপশানে অংশগ্রহণ শেষে ডিজি চেয়ার অলঙ্কৃত করে ২০২৪-২০২৫ সেবাবর্ষের দায়িত্ব ভার গ্রহণ করেন। 
ডিজি, ১ম ভিডিজি, ২য় ভিডিজি আসন গ্রহণ শেষে জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ, ১ম ভাইস গভর্নর লায়ন মো. মোছলেহ উদ্দিন অপু এমজেএফ এবং ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ'কে ফুলেল শুভেচ্ছা জানান লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট নেতৃবৃন্দ। এছাড়া কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরী এবং কেবিনেট ট্রেজারার লায়ন মোঃ ইমতিয়াজ ইসলাম'কে ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী এলিট এর প্রধান উপদেষ্টা, পিডিজি. লায়ন এস.এম শামসুদ্দিন এমজেএফ, ক্লাব ডিরেক্টর যথাক্রমে লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, লায়ন আলাউদ্দীন আহমেদ চৌধুরী, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, লায়ন জিল্লুর রহমান এমজেএফ, ক্লাব প্রসিডেন্ট লায়ন মেজবাহ্ উদ্দিন, আইপিপি লায়ন নাজমুল হুদা মিলন এমজেএফ, ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আকবর কাজল, সার্ভিস চেয়ারপারসন লায়ন মোহাম্মদ জাহিদ হোসাইন, মেম্বারশিপ চেয়াপারসন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, লিও এ্যাডভাইজার লায়ন সেতারা গাফ্ফার এমজেএফ, সেক্রেটারী লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, কর্ণফুলী এলিট লিও প্রসিডেন্ট, সেক্রেটারী ও প্রমূখ লিও নেতৃবৃন্দ। এসময় গর্ভনর লায়ন কোহিনুর কামাল এমজেএফ. সবাইকে ধন্যবাদ জানিয়ে তাঁর কল “শেয়ার এন্ড কেয়ার” বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।
                               
                               
                               
                                                                                                             
                                       
                                       
                                                                                                                      
                                       
                                       
                                       
                                       
                                       
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
                            
                       
     
 
 
  উৎফল বড়ুয়া :
 উৎফল বড়ুয়া :  
                                 
  
  
  
  
  
  
  
                            
                             
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                