সিলেট, ১১ জুলাই : গতকাল বুধবার সিলেট জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন আব্দুল মান্নান, বিপিএম (বার)। যোগদানের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ১১ জুলাই বিকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষ Hall Of Pride -এ জেলার বিভিন্ন মাধ্যমের সাংবাদিকগণের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার। মতবিনিময়কালে সাংবাদিকগণ নবাগত পুলিশ সুপারকে পূণ্যভূমি সিলেটে স্বাগত জানান এবং বিভিন্ন বিষয়ে তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে পুলিশ ও সাংবাদিক সম্পর্ক একে অপরের পরিপূরক হিসেবে উল্লেখ করেন এবং আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা, জেলা পুলিশের ইমেজ বৃদ্ধি ও সুশাসন নিশ্চিত কল্পে নব উদ্যোগ গ্রহণ করা হবে বলে সাংবাদিকদের আশ্বস্থ করেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সেক্রেটারী সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সেক্রেটারি শাহ্ দিদার আলম চৌধুরী নোবেল, সাবেক জেলা প্রেস ক্লাব সভাপতি আল আজাদ, ইমজা'র সভাপতি সজল ছত্রী, সেক্রেটারি শ্যামানন্দ দাশ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী সহ সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan