স্টার্লিং হাইটস, ১২ জুলাই : জাগিয়া উঠেছে প্রাণ, আজ সৃষ্টি সুখের উল্লাসে- এই শিরোনামে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপনের উদ্যোগ নিয়েছেন স্টার্লিং হাইটস সিটির বাসিন্দা বিশিষ্ট নৃত্য শিল্পী ও কোরিওগ্রাফার অন্তরা অন্তি। আগামীকাল শনিবার (১৩ জুলাই ) বিকেলে ৫টায় নগরীর ৫৫৩৬, সাউথলন ড্রাইভে কবিতা, গান ও নৃত্যে এই জয়ন্তী উদযাপন করা হবে।
অনুষ্ঠানে নটরাজ নৃত্যকেন্দ্র, গুঞ্জন ছাড়াও মিশিগানের বিভিন্ন শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন। মিশিগানে এককভাবে রবীন্দ্র নজরুল-জয়ন্তী পালনের এমন উদ্যোগ এই প্রথম।
প্রসঙ্গত, বাংলা সাহিত্য ও সংগীতের দুই মহান পথিকৃৎ, বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চিরন্তন মিশে আছেন আমাদের অস্তিত্বে, মননে। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের অনন্য অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে অন্তরা অন্তি আয়োজন করেছেন এই সাংস্কৃতিক সন্ধ্যা।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan