ছবি : স্ক্রিনশট, সৌজন্যে ফক্স নিউজ
মায়ামি, (ফ্লোরিডা) ১৫ জুলাই : অতিরিক্ত সময়ের গোলে কোপা আমেরিকা জয় করল ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ৯০ মিনিট অবধি আর্জেন্টিনা ও কলম্বিয়া কোনও গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ গড়াবে টাইব্রেকারে। ফাইনাল ম্যাচ খানিকটা সেদিকেই এগোচ্ছিল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ অবধি স্কোরলাইন ছিল ০-০।
এরপর ১১২ মিনিটে ছবিটা বদলে যায়। লো সেলসোর বাড়ানো বল ধরে কলম্বিয়া কিপারকে পরাস্ত করেন লাউতারো মার্টিনেজ। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। বাকি সময়ে একাধিক চেষ্টা করলেও গোল পায়নি কলম্বিয়া। কলম্বিয়াকে ১–০ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এর মাধ্যমে ত্রিমুকুট জয়ও সম্পন্ন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ, আবার মহাদেশীয় শিরোপা স্পেনের পর এই ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল এখন আর্জেন্টিনা।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan